করোনা সংকটকালীন সময়ে গরীব, দু:স্থ ও অসহায় মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার ও ত্রাণ সামগ্রী বিতরণ করছেন চ.সি.ক মেয়র আ.জ.ম. নাছির উদ্দীনসহ নেতৃবৃন্দ।
আমার বাংলা টিভি ডেস্কঃ করোনা সংকটকালীন সময়ে গরীব, দু:স্থ ও অসহায় মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার ও ত্রাণ সামগ্রী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম. নাছির উদ্দীনের উদ্যোগে আজ শনিবার সকালে নগরীর বিভিন্ন এলাকায় প্রায় দুই হাজার পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। উপহার সামগ্রী প্রাপ্তদের
মাঝে বিভিন্ন সংগঠনের দু:স্থ কর্মী, বিভিন্ন মার্কেটে দোকান কর্মচারী, সিএনজি চালিত ট্যাক্সি চালক ও অটো রিকশা চালকরা রয়েছেন। ত্রাণ প্রাপ্তরা হলেন
বাংলাদেশ নির্মাণ শ্রমিক কর্মচারী ফেডারেশনের ৬০০ শ্রমিক, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক, বাংলাদেশ অটোরিক্সা অটোটেম্পো শ্রমিক ৭ শ জন ও মিমি সুপার মার্কেট দোকান কর্মচারী সংগঠনের ৬০০ সদস্য রয়েছে। বাংলাদেশ নির্মাণ শ্রমিক কর্মচারী ফেডারেশন : বহদ্দারস্থ স্বাধীনতা পার্কে
বাংলাদেশ নির্মাণ শ্রমিক কর্মচারী ফেডারেশনের ৬০০ জন সদস্যদের মাঝে ত্রাণ বিতরণ কালে সংগঠনের সভাপতি কুদরত-ই-খুদা, সাধারণ সম্পাদক এ কে এম শহিদুল্লাহ, মো. তারেক, আবদুর রহিম, মো. সালাউদ্দিন ও মফিজুর রহমান উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ, বাংলাদেশ অটোরিক্সা অটোটেম্পো শ্রমিক লীগ: বাদুরতলা, সরাইপাড়া ওয়ার্ড, হালিশহর সুন্দরী পাড়া ও বাদুরতলা, টাইগারপাসসহ বিভিন্ন স্পটে ৬শ জন চালকদের মাঝে ত্রাণ বিতরণকালে সংগঠনের
সভাপতি মো. তারেক, মো. সালাউদ্দিন, মুজিবুর হরমান, মফিজুর রহমান ও সুমন দেবনাথ উপস্থিত ছিলেন।
মিমি সুপার মার্কেট দোকান কর্মচারী: এছাড়াও মিমি সুপার মার্কেটের ৬০০ দোকান কর্মচারীর মাঝে ত্রাণ সামগ্রী ও হাত ধোয়ার সাবান, মাক্স বিতরণ কালে
সংগঠনের সভাপতি মো. জাগির হোসেন, আবদুল হান্নান, আকবর, জয়নাল আবেদীন, কাজল বণিক প্রমূখ উপস্থিত ছিলেন।
ত্রাণ বিতরণকালে মেয়র বলেন, করোনা মহামারির কারণে বিশ্বজুড়ে অর্থনীতি সংকটের মুখে পড়েছে। এখনো পর্যন্ত এই ভাইরাসের কার্যকর কোন টীকা বা প্রতিষেধধক আবিস্কার না হওয়ায় দেশের সর্বস্তরের নাগরিককে সাবধানতা অবলম্বন
করে হাত ধোয়া, পরিস্কার পরিচ্ছন্ন থাকার পাশাপাশি জরুরী প্রয়োজন ছাড়া স্বেচ্ছাগৃহবন্ধী থাকতে হচ্ছে। আর এতে সবচাইতে বিরূপ পরিস্থিতিতে আর্থিক সংকটে পড়েছে গরীব-দু:স্থ,নিম্নবিত্ত,মধ্যবিত্ত লোকজনেরা। দীর্ঘ চার মাসের সাধারণ ছুটি ও গণপরিবহণ চলাচল বন্ধ থাকায় গাড়ি চালকরাও অন্য শ্রমজীবীদেরও
আয় রোজগার বন্ধ হয়ে গেছে। তাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার এই ক্ষুদ্র প্রয়াস। তিনি বাংলাদেশের একজন মানুষকেও খাদ্যের অভাবে মরতে দিতে রাজী নন। প্রধানমন্ত্রী তার সর্বশক্তি দিয়ে মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত
করেছেন। মেয়র সমাজের বিত্তবানদেরও এই সংকটকালীন সময়ে গরীব দু:স্থদের
সহায়তায় এগিয়ে আসার আহবান জনান।