প্রত্যাশির১০৬টি শাখার ১০ হাজার কর্মহীন সদস্যের পরিবারের পাশে দাড়িয়েছেন

প্রত্যাশির চট্টগ্রাম বিভাগের ১০৬টি শাখার ১০ হাজার কর্মহীন সদস্যের পরিবারের পাশে দাড়িয়েছেন।

 

নিউজ ডেস্কঃ বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রকোপের এই সময়ে সতর্কতা অবলম্বন করে নাগরিকদের ঘরে থাকার কারণে কর্মহীন হয়ে পড়ে দেশের মানুষ।এসময় বেসরকারি সংস্থা প্রত্যাশি তাদের সদস্যদের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও করোনা প্রতিরোধক সেনিটাইজার সমাগ্রী বিতরণ করছেন প্রত্যাশির নির্বাহী পরিচালক মনোয়ারা বেগম।

সোমবার সকালে চট্টগ্রাম বোয়ালখালী থানা এলাকায় প্রত্যাশির কার্যালয়ে তাদের সদস্যদের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন।

এসময় নির্বাহী পরিচালক মনোয়ারা বেগম বলেন, আমরা চট্টগ্রাম বিভাগের টেকনাফ থেকে চাঁদপুর পর্যন্ত মোট ১০৬টি শাখার ১০ হাজার কর্মহীন সদস্যের পরিবারকে গত একমাস যাবত খাদ্য সহায়তা দিয়ে আসছি। সবাইকে সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করার জন্য বলেন এবং সমাজে বৃত্তবান মানুষদের অসহায়,কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো আহ্বান জানান।

এসময় প্রত্যাশির কর্মকতারা বলেন প্রত্যাশি প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন দুর্যোগে আমাদের সদস্যদের পাশে থেকে একসাথে দুর্যোগ মোকাবেলা করে আসছে। অতীতের মত করোনা মহামারির সময়েও সদস্যদের পাশে দাঁড়িয়েছে প্রত্যাশি।

এসময় উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা ভাইস চেয়ারম্যান মো.সেলিম,প্রত্যাশির পরিচালক নাছিম হায়দার শাহীন,সহকারী পরিচালক দিপু বড়ুয়া,এরিয়া ম্যানেজার সুলভ চৌধুরী,খোরশেদ আলমসহ অন্যরা।