পাকিস্তানের হয়ে ইতিহাস গড়া আজহারের ব্যাট নিলামে কিনে নিলো ভারতের জাদুঘর

পাকিস্তানের হয়ে ইতিহাস গড়া আজহারের ব্যাট নিলামে কিনে নিলো ভারতের জাদুঘর। 

 

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটের সর্বশেষ সংস্করণ দিবা-রাত্রির টেস্ট। এই ফরম্যাটে সর্ব প্রথম ট্রিপল সেঞ্চুরি করেছেন পাকিস্তানের আজহার আলী। পাকিস্তানে করোনা সহায়তার জন্য ইতিহাস গড়া ব্যাটটি নিলামে তুলেছিলেন তিনি। সঙ্গে ছিলো ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের জার্সিটাও।

দুই প্রিয় জিনিস বিক্রি করেছেন ২২ লাখ রুপি পেয়েছেন পাকিস্তানের টেস্ট অধিনায়ক। এর পুরোটাই খরচ করা হবে করোনায় দুস্থ-অসহায়দের সাহায্যের জন্য।

আজহারের ঐতিহাসিক ব্যাটটি কিনেছে পাকিস্তানের পুনে ভিত্তিক একটি ক্রিকেট জাদুঘর ‘ব্লেডস অব গ্লোরি’। এ জাদুঘরে রয়েছে ক্রিকেট ইতিহাসের বেশকিছু স্মারক। আছে তারকা ক্রিকেটারদের ব্যবহৃত প্রিয় অনেক জিনিসও। অন্যদিকে জার্সিটি কিনেছেন যুক্তরাষ্ট্রের পাকিস্তানি নাগরিক কাশ ভিলানি।

ব্যাট এবং জার্সি দুটোরই ভিত্তিমূল্য ছিলো ৫ লাখ রুপি করে। সেখানে ব্লেডস অব গ্লোরি ব্যাট কেনে ১০ লাখ রুপি দিয়ে। আর জার্সি বিক্রি হয় ১১ লাখ রুপিতে। বাকি ১ লাখ রুপি নিলামের সময় একজন অনুদান দেন।নিউজটি শেয়ার করুন।