পবিত্র রমজানেও বাজারব্যবস্থা নিয়ন্ত্রণ করতে সরকার ব্যর্থ – এনামুল হক এনাম

 

আমার বাংলা টিভি ডেস্ক: চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম বলেছেন, তাকওয়া ও আত্মশুদ্ধি অর্জনের মাস হলো রমজান। এই মাস মুমিনের জন্য সুসংবাদ বয়ে আনে। কিন্তু দুঃখজনক বিষয় হলো রমজান আসলে মানুষের মধ্যে এক ধরনের হাহাকার, দুঃখ-কষ্টের সীমা থাকে না। পৃথিবীর দেশে দেশে রমজান আসলে নিত্যপণ্যের দাম কমিয়ে দেওয়া হয়। বাজারব্যবস্থা কঠোর হাতে নিয়ন্ত্রণ করা হয়। কিন্তু ব্যতিক্রম হলো আমাদের বাংলাদেশ। রোজা আসার সঙ্গে সঙ্গে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম হু হু করে বাড়িয়ে দেওয়া হয়। সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি করে বাজারব্যবস্থা অস্থির করে ফেলা হয়। ডামি নির্বাচনের পর ডামি সরকার দেশ ও দেশের জনগণকে মহাসংকটে ফেলে দিয়েছে। নিত্য পণ্যের বাজার এখন অস্থির। বর্তমানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েছে কয়েক গুন। মানুষ এখন অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে। একটা ভয়াবহ অমানবিক পরিস্থিতি বিরাজ করছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা। কিন্তু বাজার নিয়ন্ত্রণে সরকারের কোন নজরদারি নেই, সরকারের নজর লুটপাটে। দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণ করতে না পেরে সরকার প্রমান করেছে নাগরিক সেবায় তারা ব্যর্থ। সরকার কেবল হাঁকডাকই দিচ্ছে। আন্তর্জাতিক বাজারের দোহাই দিলেও আন্তর্জাতিক বাজারে যখন দাম নিম্নমুখী, তখনো সরকার বাজার নিয়ন্ত্রণ করতে পারেনি। সরবরাহ প্রক্রিয়ায় যাতে সিন্ডিকেটের আধিপত্য তৈরি না হয়, সে ক্ষেত্রে সরকারের যে বহুবিধ ভূমিকা প্রয়োজন, সেসব পদক্ষেপ সরকার গ্রহণ করেনি।

তিনি আজ সোমবার (১৮ মার্চ) বিকেলে পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি’র আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এর নির্দেশনায় ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণকালে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সরকার সিন্ডিকেটকে সুবিধা করে দিতে ভারসাম্য তৈরি থেকে বিরত থেকেছে। ফলে কতিপয় কোম্পানিই পুরো বাজারে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। সরকারের ছায়াতলে থাকা এসব সিন্ডিকেট জনগণের পকেট থেকে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে।

ইফতার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলম, জেলা বিএনপির সদস্য ও পটিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঈনুল আলম ছোটন, দক্ষিণ জেলা জাসাসের সদস্য সচিব নাছির উদ্দীন, পটিয়া উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবু নোমান চৌধুরী, বিএনপি নেতা মোহাম্মদ শাহজাহান, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস এম হোসেন নয়ন, পটিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গাজী দুলাল, যুবদল নেতা হাবিব, মোহাম্মদ বাবুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, স্বেচ্ছাসেবক দল নেতা শাহাদাত হোসেন, ওসমান আহমেদ শান্ত, ছাত্রদল নেতা সেকান্দর হোসেন ডেভিড, মনির উদ্দীন নয়ন, রমজান, শ্রমিক দল নেতা শাহ্ আলম, সাইফু মামুনুর রশীদ প্রমূখ।