পথচারীদের মাঝে ইফতার বিতরন করলেন ছাত্রনেতা কচি

পথচারীদের মাঝে ইফতার বিতরন করছেন ছাত্রনেতা কচি। 

আমার বাংলা টিভি ডেস্কঃ জাতির এই ক্রান্তিলগ্নে সমাজের সুবিধা-বঞ্চিত এতিম, খেটে খাওয়া দিনমজুর অসহায় মানুষের মাঝে ইফতার বিতরন করলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য,চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বেসরকারি কারা-পরিদর্শক ইয়াছিন আরাফাত কচি।

আজ ০৬ এপ্রিল নগরীর বহদ্দারহাটস্থ চান্দগাঁও আবাসিক এলাকায় সমাজে সুবিধাবঞ্চিত ভাসমান ( পথচারী) মানুষদের মাঝে কর্মীদের নিয়ে ইফতার বিতরণ করেন।

ইফতার বিতরনকালে ছাত্রনেতা ইয়াছিন আরাফাত কচি বলেন, জাতির এই ক্রান্তিলগ্নে প্রত্যেক মানুষের উচিত সাধ্যমত অসহায় মানুষের পাশে দাঁড়ানো।
তাই করোনা ভাইরাস সংক্রমণের প্রথম দিন থেকেই অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছি।
একসময় নগর ছাত্রলীগ এবং চান্দগাও থানা ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।নিউজটি শেয়ার করুন।