পটিয়ায় ৫০ হাজার পরিবারের মাঝে হুইপ শামসুল হক চৌধুরীর উপহার বিতরণ

চট্টগ্রাম পটিয়ায় হুইপ শামসুল হক চৌধুরী, উপহার সামগ্রী বিতরণের জন্য নেতা কর্মীদের হাতে উপহার সামগ্রী তুলে দিচ্ছেন।     

আমার বাংলা টিভি ডেস্কঃ চট্টগ্রাম পটিয়ায় ৫০ হাজার পরিবারকে উপহার সামগ্রী বিতরণ করেছেন, জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সংসদ সদস্য সামশুল হক চৌধুরী। তিনি গত ২৬ শে মার্চ থেকে প্রথম দফায় ৩০ হাজার দ্বিতীয় দফায় ২০ হাজার পরিবারকে উপহার সামগ্রী তুুুলে দেন।

সোমবার( ৪) মে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে পটিয়ার ১৭ ইউনিয়ন ও একটি পৌরসভার আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে দ্বিতীয় দফায়, এসব উপহার সামগ্রী বিতরণের জন্য দেওয়া হয়।

ঘরে ঘরে গিয়ে উপহার সামগ্রী পৌঁছে দিচ্ছেন মুজিবুল হক চৌধুরী নবাবসহ নেতৃবৃন্দ।     

এ সময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা জাহান উপমা, চট্টগ্রাম চেম্বারের পরিচালক নাজমুল করিম চৌধুরী শারুন, পটিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি আ ক ম শামসুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সদস্য মিজানুর রহমান, চট্টগ্রাম জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেব্রবত দাশ দেবু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডা. তিমির বরণ চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, উপজেলা আ’লীগের সাবেক সেক্রেটারী বিজন চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগ নেতা আলমগীর খালেদ, পটিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আলমগীর আলম, সাধারণ সম্পাদক এমএনএ নাছির, ইউপি চেয়ারম্যান ইনজামুল হক জসিম, চেয়ারম্যান সরোজ কান্তি সেন নান্টু, ৬নং ওয়ার্ড আ’লীগের সভাপতি প্রণব দাশ, মুজিবুল হক চৌধুরী নবাব প্রমুখ।

এ সময় হুইপ সামশুল হক চৌধুরী বলেন, পটিয়ায় ২০ হাজার পরিবারকে দ্বিতীয় দফায় খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচির অংশ হিসেবে সোমবার ১৫ হাজার পরিবারের জন্য পাঠানো হয়েছে। বাকি ৫ হাজার পরিবারকে এলাকাভিত্তিক পাঠানো হবে। গত ২৬ মার্চ থেকে প্রায় ৫০ হাজার পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

তিনি আরো বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে নিজে বাঁচতে এবং পরিবারকে বাঁচাতে সরকারের নির্দেশনা মেনে অবশ্যই বাড়িতে অবস্থান করতে হবে। সামাজিক দুরত্ব নিশ্চিত করার মাধ্যমে করোনার ভয়াবহ প্রকোপ থেকে পরিবার, সমাজ ও দেশকে রক্ষা করতে হবে। জাতীয় সংকটময় মুহুর্তে চারপাশের বিত্তশালীরা এগিয়ে আসলে সবার মুখে হাসি ফোঁটবে। নিউজটি শেয়ার করুন।