পটিয়ায় আমির ভান্ডারের ওরশ বন্ধ করল প্রশাসন
চট্টগ্রামঃ চট্টগ্রামের পটিয়ায় আমিরুজ্জমান শাহ (রা.) প্রকাশ আমির ভান্ডারের ওরশ বন্ধ করে দিয়েছে প্রশাসন। রোববার (৩ মে) রাত ৮টায় ওরশের যাবতীয় কার্যক্রম বন্ধের নির্দেশ দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইনামুল হাছান।
জানা গেছে, রোববার (৩ মে) ২০ বৈশাখ ছিল দক্ষিণ চট্টগ্রামের পটিয়া আমিরুজ্জমান শাহ (রা.) এর ওরশের নির্ধারিত দিন। এ উপলক্ষে ওরশের সকল ধরনের প্রস্ততি নেয় মাজার কর্তৃপক্ষ। এই ওরশে প্রতি বছর হাজারও ভক্তের উপস্থিতি থাকে। কিন্তু ওরশের খবর পেয়ে পটিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইনামুল হাছান রাত ৮টায় মাজার প্রাঙ্গণে উপস্থিত হয়ে ওরশের কার্যক্রম ও জনাসমাগমকেন্দ্রিক সকল আনুষ্ঠানিকতা বন্ধের নির্দেশ দেন।
পটিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইনামুল হাছান বলেন, করোনার সংক্রমণ এড়াতে জনসমাগম বন্ধের নির্দেশ দেওয়া আছে সব জায়গায়। কিন্তু এই জায়গায় ওরশ অনুষ্ঠিত হচ্ছে খবর পেয়ে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছি যাতে জনসমাগম কেন্দ্রিক সকল আনুষ্ঠানিকতা বন্ধ রাখার জন্য বলা হয়। নিউজটি শেয়ার করুন।