পটিয়ার করোনা আক্রান্ত প্রতিবন্ধি শিশুটি মারা গেছে, চট্টগ্রামে মৃতের সংখ্যা ২

পটিয়ার করোনা আক্রান্ত প্রতিবন্ধি শিশুটি মারা গেছে, চট্টগ্রামে মৃতের সংখ্যা ২

নিউজ ডেস্কঃ চট্টগ্রামের পটিয়া উপজেলায় করোনা আক্রান্ত প্রথম রোগী ৬ বছরের প্রতিবন্ধি শিশুটি আর বেঁচে নেই।

রবিবার দিবাগত রাত আড়াইটান সময় চট্টগ্রাম জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
নিহত আশরাফুল ইসলাম (৬) পটিয়া উপজেলার হাঈদগাঁও ইউনিয়ন ১ নং ওয়ার্ড ওসমান পাড়ার বাসিন্দা খলিলুর রহমান প্রকাশ সজলের ছেলে।
নিহতের পারিবারিক সুত্র তথ্যটি নিশ্চিত করার পর চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বির কাছে জানতে চাইলে তিনিও মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন।
শিশুটির মৃত্যুতে চট্টগ্রামে করোনায় আক্রান্ত মৃতের সংখ্যা বেড়ে ২ জনে দাড়িয়েছে।
সিভিল সার্জন বলেন, গতকাল রাত ২টা ১০ মিনিটে তাকে পটিয়া থেকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আনা হয়। রাত আড়াইটায় তার মৃত্যু হয়েছে। এখন নিয়ম অনুযায়ী দাফনের ব্যবস্থা চলছে বলেন বলে জানান তিনি।

এর আগে রবিবার রাত ১০ টার দিকে চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের ব্রিফিংএ পটিয়া উপজেলায় প্রথম করোনা আক্রান্তের খবরটি জানা যায়। এরপর থেকে পুরো পটিয়াবাসীর মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উৎকন্ঠায় থাকে নিজ এলাকাবাসীও।
রাত সোয়া ১২টার দিকে উপজেলা প্রশাসন ও পটিয়া থানা পুলিশের একটি টিম হাঈদগাঁও ইউনিয়নের আক্রান্ত এলাকার অর্ধশত পরিবারকে লকডাউন ঘোষণা করেন।

করোনা আক্রান্ত প্রতিবন্ধি শিশুটির বাবা আমার বাংলা ডট টিভি জানিয়েছেন, গত ২ মাস আগে ওমান থেকে দেশে ফিরেছেন তার শালারা। কয়েকদিন আগে থেকর তার ছেলের বেশি অসুখ দেখা দিলে গত শনিবার দুপুর বারোটার সময় পটিয়া হাসপাতালের জরুরী বিভাগে নেওয়া হয়।
কর্তব্যরত চিকিৎসক করোনা অনুমান করে শিশুটির থেকে স্যাম্পল সংগ্রহ করে। রোববার সন্ধ্যার পরে চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগের পরিচালক করোনা পজেটিভ নিশ্চিত করেন এবং রাতে জেলা সিভিল সার্জনও তার নিয়মিত প্রেস ব্রিফে তা নিশ্চিত করে।

পটিয়া উপজেলা প্রশাসন জানিয়েছে, পটিয়া উপজেলায় করোনা আক্রান্ত রোগী সনাক্ত হওয়ার পর চট্টগ্রাম থেকে রোববার রাত ১২টার সময় জরুরি ভিত্তিতে ১টি অ্যমবুলেন্স পাঠানো হয়।
পটিয়া সহকারী কমিশনার ভুমি ইনামুল হক এর উপস্থিতিতে থানান এস আই নুরুল আমিনন, আক্কাস উদ্দিনসহ একদল পুলিশের সহায়তায় আক্রান্ত শিশুটিকে চট্টগ্রামে নিদ্দিষ্ট হাসপাতালে প্রেরন করা হয়।

চট্টগ্রামে গতকাল ১২ এপ্রিল রবিবার পর্যন্ত মোট ১৪ জন করোনায় আক্রান্ত রোগীর খবর নিশ্চিত করেছেন চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগের পরিচালক। এরমধ্যে শিশুটিসহ দুজনের মৃত্যু হয়।