নেপালের লকডাউন প্রত্যাহার নির্ভর করে ভারতের ওপর, বললেন অলি

আন্তর্জাতিক ডেস্ক : প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি বলেছেন, প্রতিবেশি ভারতে সবেমাত্র করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। ভারতের সঙ্গে নেপালের দীর্ঘ সীমান্ত এলাকা রয়েছে। ইয়ন, অন্নপূর্না এক্সপ্রেস

করোনাভাইরাসের প্রকোপ থামিয়ে দেওয়ার জন্য সীমান্ত এলাকা বন্ধ করে দেওয়া হয়েছে। শনিবার সাত প্রদেশের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফান্সের সময় তিনি বলেছেন, লকডাউন দেওয়া হয়েছে করোনাভাইরাসের সংক্রমণ রোধ করার জন্য এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভারতে স্বাভাবিক অবস্থা ফিরে এলেই কেবল লকডাউন প্রত্যাহার করা যাবে।

এই ধরনের একটি কঠোর পদক্ষেপ নেওয়ার ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ‘লকডাউন প্রত্যাহার নিয়ে আবেগপ্রবণ হওয়ার কিছু নেই। পরিবর্তে আমরা করোনা বিস্তার রোধে পদক্ষেপ নিয়েছি।’

মুখ্যমন্ত্রী শের ধান রাই, লাল বাবু রাউত, দরমানি পওদেল, পৃথিবী সুবা গুরাং, শংকর পোকারেল, মহেন্দ্র শাহী এবং ত্রিলোচান ভাট্টা প্রধানমন্ত্রীকে এই প্রাণঘাতী ভাইরাস নিয়ে নেওয়া পদক্ষেপ ঠিক রাখার জন্য পরামর্শ দিয়েছেন।

ভিডিও কনফান্সের প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীদের মধ্যে চার ঘন্টা কথা হয়। তারা লকডাউনের সময়সীমা বাড়ানোর পরামর্শ দিয়েছেন। এ মাসের মাঝামাঝি চলমান লকডাউন শেষ হয়ে যাওয়ার কথা ছিল। ভারতের পর গত ২৪ মার্চ এই লকডাউন দেওয়া হয়।

লকডাউন প্রত্যাহারের জন্য রাজনৈতিক দলগুলো চাপ সৃষ্টি করলে প্রধানমন্ত্রী অলি এই সিদ্ধান্তের বিষয়টি মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেন।