নিষেধাজ্ঞা অমান্য করে বোয়ালখালীতে শ্রাদ্ধ অনুষ্ঠান, জরিমানা ১০ হাজার টাকা, শ্রাদ্ধের খাবার বিলিয়ে দেওয়া হয় দরিদ্র ও প্রতিবেশীদের।
আমার বাংলা টিভি ডেস্কঃ বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জৈষ্ঠ্যপুরা গ্রামে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে শ্রাদ্ধ আয়োজন করলে নিয়মিত টহলে থাকা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোজাম্মেল হক চৌধুরী উপস্থিত হন।
প্রায় ৫০০ মানুষের খাওয়ার আয়োজন করে মায়ের ‘কর্ম’ করছিলেন উত্তম চৌধুরী, পিতা: মুকুন্দ লাল চৌধুরী। তিনি মন্ত্রপাঠরত থাকায় তার অভিভাবক দের কাছে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে, এক সাথে লোক সমাগমের আয়োজন করে। এর বিষয়ে জানতে চাইলে তারা অপরাধ স্বীকার করে নেন।
এসময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, গোপন সংবাদে খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে ঘটনা স্থানে গিয়ে ধর্মীয় আচার ব্যাতীত খাওয়ার আয়োজন বন্ধ করে দেওয়া হয় এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে বেঁচে যাওয়া প্রায় ২৫০ লোকের খানা আশেপাশের গরীব ও প্রতিবেশিদের বিতরণ এর নির্দেশ দেন।
উল্লেখ্য যে উক্ত ইউনিয়নের বাসিন্দা একজন ব্যক্তি সম্প্রতি করোনায় আক্রান্ত হয়ে নিজ বাড়ীতে আইসোলেশন এ আছেন।
এসম আরো উপস্থিত ছিলেন মোবাইল কোর্টে সার্বিক সহযোগীতায় ১৮ বীর ব্যাটেলিয়ন এর সেনা সদস্যবৃন্দ।