নিবার্চন কমিশন ইলেকশন থেকে সরে সিলেকশনের প্রক্রিয়ায় যাচ্ছে: আমির খসরু
আমার বাংলা টিভি ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, ইলেকশন কমিশন তাদের কাজকর্ম যেদিকে নিয়ে যাচ্ছে বা এগুচ্ছে মূলত একদলীয় শাসনের উদ্দেশ্যে নিয়ে। বর্তমান সরকার ক্ষমতায় আসছে এবং অব্যাহত ভাবে থাকার যে প্রক্রিয়ায় মূলত ইলেকশন কমিশনকে দিয়ে এই কাজটি করছে।
সাবেক বাণিজ্যমন্ত্রী বলেন, ইলেকশন কমিশন বিগত বছরগুলোতে যতগুলো আইন ও বিধি প্রণয়ন করেছে প্রত্যেকটি আইন বা বিধির একটাই উদ্দেশ্য হচ্ছে আওয়ামী লীগ যাতে ক্ষমতায় অব্যাহতভাবে থাকতে পারে। এরআগেও অনেক আইন তারা করেছে। amarbangla.tv
বিএনপির এই নেতার বলেন, ইলেকশন কমিশনের ইলেকশন নিয়ে কোনো ইন্টারেস্ট নেই। ইলেকশন নিয়ে তারা মাথাঘামা চাচ্ছে না। কারণ তারাও দেখছে এই সরকার তাদেরকে ইলেকশন করার জন্য এখানে বসায়নি।
তারা নিয়ে এসেছে এমন এক প্রেক্ষাপটে যখন করোনাকালীন সময়ে দেশের মানুষ জীবন, জীবীকার জন্য লড়ছে। ঢাকা শহর থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ চলে যাচ্ছে। তাদের দৈন্দিন জীবনজীবীকা কিভাবে চলবে তা অনিশ্চত হয়ে গেছে। amarbangla.tv
আমির খসরু বলেন, এই সময় বাংলা ভাষা নামের একটি আইন আনতে পারে এদের মধ্যে মানবিকতা কাজ করছে? এরা কি মানুষ? এরা কি সমাজে আছে? এটাই হচ্ছে বড় প্রশ্ন। নিবন্ধিত দলগুলোর ভাগ্য নির্বাচন কমিশনের হাতে। তারা খেলতে দেবে কিনা, খেলতে পারবেন কিনা, নামতে পারবেন কিনা। এগুলো সবই তাদের হাতে নিচ্ছে।
নির্বাচন কমিশনের সংবিধান বিরোধী পদক্ষেপ’ শীর্ষক ভার্চুয়াল আলোচনায় তিনি একথা বলেন। শেয়ার করুন।