নিজেদের উদ্ভাবিত কিটে প্রথম করোনা শনাক্ত ডা. জাফরুল্লাহ চৌধুরী।
আমার বাংলা টিভি ডেস্কঃ দেশের প্রখ্যাত চিকিৎসক, রাজনৈতিক ব্যক্তিত্ব, মুক্তিযোদ্ধা এবং গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর করোনা শনাক্ত হয়েছে।
সোমবার বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন। গতকাল ২৪ মে বিকেল ৫ টায় তিনি গনস্বাস্থ্য নগর কেন্দ্রে করোনা টেস্ট করে জানাতে পারেন তার করোনা পজেটিভ।
জাফরুল্লাহ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, আমি বাসায় আইসোলেশনে আছি। নাপা এবং গরম পানি খাচ্ছি। দেশবাসীর কাছে দোয়া চাই।
যুক্তরাজ্যের রয়্যাল কলেজ অব সার্জনস-এ এফআরসিএস পড়াকালীন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হলে ডা. জাফরুল্লাহ চৌধুরী চূড়ান্ত পর্ব শেষ না-করে লন্ডন থেকে ভারতে ফিরে মুক্তিযুদ্ধে অংশ নেন। দেশ স্বাধীন হওয়ার পর সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে তিনি গণস্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠা করেন।শেয়ার করুন।