নারী ও শিশু সহিংসতার শিকার মহামারীর তিন মাসে ৪৮০

করোনা ভাইরাসের মহামারীর তিন মাসে ৪৮০ নারী ও শিশু সহিংসতার শিকার হয়েছে । 

আমার বাংলা টিভি ডেস্কঃ মার্চ থেকে মে পর্যন্ত ২৬৭ জন নারী ও ২১৩ জন শিশু সহিংসতার শিকার হয়েছে । এই সময়ে ৯০ জন নারী ও ১১৬ জন শিশু ধর্ষণের শিকার হয়েছে। শুক্রবার বাংলাদেশ মহিলা পরিষদের দেওয়া এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ।

দেশের ১৪ টি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত খবরের ওপর ভিত্তি করে প্রকাশিত ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, মার্চ মাসে সহিংসতার শিকার ২৪৩ জনের মধ্যে ১৩৯ জন নারী ও ১০৪ জন শিশু । তাদের ৮১ জন ধর্ষণের শিকার। এপ্রিল মাসে ৫৮ জন নারী ও ৬৪ জন শিশুসহ মোট ১২২ জন সহিংসতার শিকার হয়েছে। তার মধ্যে ৬৮ জন ধর্ষণের শিকার হয়েছে । সর্বশেষ মে মাসে সহিংসতার শিকার ১১৫ জন। তাদের ৭০ জন নারী ও ৪৫ জন শিশু। এই মাসে ধর্ষণের শিকার হয়েছে ৫৭ জন নারী ও শিশু । amarbangla.tv

নারী ও শিশুর প্রতি সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ মহিলা পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে, সারা বিশ্বের মতো বাংলাদেশের জনগণ করোনা সংকটের কারণে গত ২৬ মার্চ থেকে লক ডাউনে রয়েছে । জরুরি প্রয়োজন ছাড়া মানুষকে ঘরের ভেতর অবস্থান করতে হচ্ছে। অনেক মানুষ কর্মহীন হয়ে পড়ায় অলস সময় অতি বাহিত করছে । অর্থনৈতিক টানা পোড়েন, সমাজ থেকে বিচ্ছিন্ন অনিশ্চিত পরিস্থিতিতে হতাশা ও অস্থিরতা বোধ করায় পরিবারের সদস্য দের মধ্যে সহিংস আচরণের ঘটনা ঘটছে । প্রান্তিক হওয়ার কারণে নারী ও শিশুর ওপর এর নেতিবাচক প্রভাব পড়ছে সবচেয়ে বেশি । amarbangla.tv

আরো বলা হয়েছে, নারী ও কন্যা শিশুরা শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছে । ধর্ষণ, শিশু ধর্ষণ, বাল্য বিবাহ, বৈবাহিক ধর্ষণ, বিবাহ- বিচ্ছেদ, পাচারের ঘটনা ঘটছে । আর করোনা ভাইরাস  সঙ্কট কালীন সময়ে সহিংসতার শিকার নারী ও কন্যা দের আইন- শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকারি ও বেসরকারি সেবা প্রদান কারী সংস্থা সমূহের কাছ থেকে সহায়তা প্রাপ্তির সুযোগও সীমিত হয়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। শেয়ার করুন।