নারায়ণগঞ্জের সেপটিক ট্যাংক বিষ্ফোরণে দুই শিশুসহ নিহত ৩

নারায়ণগঞ্জের সেপটিক ট্যাংক বিষ্ফোরণে দুই শিশুসহ নিহত ৩

নিজস্ব প্রতিবেদক :নারায়ণগঞ্জের বন্দরে একটি ৬ তলা ভবনের সেপটিক ট্যাংক বিস্ফোরণে বাড়িটির নিচতলায় বসবাসরত দুই শিশুসহ মারা গেছেন ৩ জন। শুক্রবার সকালে নারায়ণগঞ্জ বন্দরের দিঘিরপাড় এলাকায় রফিকুল ইসলাম হাসান মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে।

এসময় আরও ৬ জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। এতে পাশের একটি ৪ তলা বাড়ি ও একটি টিনশেড বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

নারায়ণগঞ্জ বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, সকাল ৬টায় বিস্ফোরণের পর ঘটনাস্থলেই ২ শিশুর মৃত্যু হয়। এসময় বাকি আহত ৬ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে এক নারীর মৃত্যু হয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ পরিচালক বলেন, সকালে বিস্ফোরণের খবর পেয়ে বন্দর স্টেশনের সদস্যরা গিয়ে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে। নিউজটি শেয়ার করুন।