নতুন করে ৫ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্তিকরণ ও অর্থ বরাদ্দের দাবিতে শিক্ষক নেতারা

নতুন করে ৫ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্তিকরণ ও অর্থ বরাদ্দের দাবিতে শিক্ষক নেতারা

আমার বাংলা টিভি ডেস্ক :আসন্ন অর্থবছরে এপমিওভুক্তকরণের দাবি জানিয়ে বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি এবং এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ লিয়াজোঁ ফোরাম বৃহস্পতিবার (৭ মে) গণমাধ্যমে প্রেস বিজ্ঞপ্তি দেয়।

শিক্ষক সমিতির মুখপাত্র নজরুল ইসলাম রনি এবং শিক্ষক সমিতিরি মহাসচিব মেজবাহুল ইসলামের দেয়া বিজ্ঞপ্তিতে চাহিদার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে তারা প্রধানমন্ত্রীর সহযোগিতা চান। এসময় ছুটির মধ্যে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরতদের বেতন ভাতা প্রদানে ধন্যবাদ জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রায় দশ হাজার নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২,৭৩৭টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার সময় যাচাই বাছাইয়ে কিছু প্রতিষ্ঠানের নাম বাদ পড়ে। বাদ পড়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য শর্ত শিথিল করে এমপিওভুক্তির দাবি জানাই। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের অবহেলাসহ নানা কারনে অনেক শিক্ষক-কর্মচারীরা অনলাইনে আবেদ করতে পারেনি। বিশেষ ব্যবস্থায় তাদের এমপিওভুক্ত করতে হবে।

বিজ্ঞপ্তিতে, চলতি বাজেটের বরাদ্দ দেওয়া অর্থ ফেরত না দিয়ে সেই অর্থের বিপরীতে আরও যতটি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা যায় তা করারও জোর দাবি জানান তারা। শিক্ষক নেতারা বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নে এসকল পদক্ষেপের বিকল্প নেই। নিউজটি শেয়ার করুন।