একুশে পরিষদ নওগাঁ ” পক্ষ থেকে সিভিল সার্জন ও জেলা প্রশাসক এর হাতে স্মারকলিপি জমা দেন সংগঠনটির সভাপতি এডভোকেট ডিএম আব্দুল বারীসহ অন্যরা।
মনিরুজ্জামান মুন্না নওগাঁ/ আমার বাংলা টিভি ডেস্কঃ নওগাঁ জেলায় করোনা শনাক্তের জন্য রিয়েল টাইম পলিমার চেইন রিয়্যাকশন (RTPCR) স্থাপনের দাবিতে জেলা প্রশাসক ও সিভিল সার্জনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
আজ দুপুর ১২ টায় নওগাঁর স্থানীয় সামাজিক সাংস্কৃতিক সংগঠন ” একুশে পরিষদ নওগাঁ ” পক্ষ থেকে সিভিল সার্জন ও জেলা প্রশাসক এর হাতে স্মারকলিপি জমা দেন সংগঠনটির সভাপতি এডভোকেট ডিএম আব্দুল বারী।
স্মারকলিপি প্রদানের সময় আরো উপস্থিত ছিলেন,একুশে পরিষদ নওগাঁ র উপদেষ্টা কায়েস উদ্দিন, সভাপতি অ্যাডঃ ডি এম আব্দুল বারী, সহ-সভাপতি প্রতাপ চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক এম এম রাসেল, দপ্তর সম্পাদক খন্দকার হাসেম আলী রুঞ্জু উপস্থিত ছিলেন। amarbangla.tv
নওগাঁ ‘র সিভিল সার্জন ডা. আ. ম. আখতারুজ্জামান একুশে পরিষদ নওগাঁ র আবেদন পত্রটি গ্রহণ করেন এবং যথা নিয়মে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর প্রেরণ করবেন বলে জানান।
অনুরুপভাবে জেলা প্রশাসক নওগাঁ জনাব মো. হারুন-অর রশীদ এর মাধ্যমে একই দাবি তে একুশে পরিষদ নওগাঁ আরও একটি আবেদন মাননীয় প্রধানমন্ত্রী বরাবর প্রেরণ করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, নওগাঁতে যদি করোনা পরিক্ষার যন্ত্র, রিয়েল টাইম পলিমার চেইন রিয়্যাকশন (RTPCR) স্থাপন করা হয় তবে নওগাঁ সহ পার্শ্ববর্তী জয়পুরহাট ও বগুড়ার আংশিক মানুষ দারুন ভাবে উপক্রিত হবে।
অবিলম্বে, যন্ত্র টি স্থাপনের জোর দাবি জানিয়েছেন সংগঠনটি। শেয়ার করুন।