ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে বোরকা পেঁচিয়ে মালেকা বেগমকে হত্যা

মালেকা বেগম হত্যা মামলায় গ্রেফতার তিন আসামি।

 

আমার বাংলা টিভি ডেস্কঃ চট্টগ্রামে স্বামী আবুল হোসেন প্রকাশ সুমনের সঙ্গে ঝগড়া হয়েছিল মালেকা বেগমের। ঝগড়া করে টাইগারপাসে বোনের বাসা থেকে দুইজনই বের হয়ে গিয়ছিলেন। পরে মালেকা বেগম বাসায় এসে ছেলের জন্য স্বামীর আনা দুধ ফেরত দিতে কোতোয়ালী থানাধীন বিআরটিসি মোড়ের ফলমণ্ডিতে স্বামীকে খুঁজতে এসেছিলেন মালেকা বেগম।

আবুল হোসেন প্রকাশ সুমনকে সেখানে না পেয়ে এক দোকানদারকে ছেলের দুধ জমা দেন মালেকা বেগম। পরে সুমনের এক বন্ধুর কাছ থেকে রিকশা ভাড়ার টাকা নিয়ে বিআরটিসি মোড়ে ফ্লাইওভারের নিচে এসে দাঁড়ান রিকশার জন্য। amarbangla.tv

মালেকা বেগমকে একা দাঁড়িয়ে থাকতে দেখে মো. রুবেল প্রকাশ ভোলাইয়া তাকে স্বামীর সন্ধান দেওয়ার কথা বলে সিআরবি এলাকার পরিত্যক্ত বাংলোতে নিয়ে যায়। সেখানে মালেকা বেগমকে ধর্ষণের চেষ্টা করে মো. রুবেল প্রকাশ ভোলাইয়া।

মালেকা বেগম চিৎকার করলে আসামি সুমনও রুবেলের সঙ্গে যোগ দেয়। দুইজনে মিলে তাকে ধর্ষণের চেষ্টা করে। মালেকা বেগম এ ঘটনা পুলিশকে জানিয়ে দেবে বলে চিৎকার করতে থাকলে রুবেল ও সুমন মিলে বোরকা পেঁচিয়ে তাকে হত্যা করে। amarbangla.tv

পরে মালেকা বেগমের কাছ থেকে একটি হুয়াই ব্র্যান্ডের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তার মরদেহ সেখানে ফেলে চলে যায় রুবেল ও সুমন। মালেকা বেগমের কাছ থেকে ছিনিয়ে নেওয়া মোবাইল ফোন মাইকেল বড়ুয়া নামে একজনের কাছে ২ হাজার ৮০০ টাকায় বিক্রি করে দেয় তারা।

মালেকা বেগম হত্যার সঙ্গে জড়িত দুই আসামি ও মোবাইল ফোন কেনার দায়ে একজনসহ মোট তিনজনকে গ্রেফতারের এসব তথ্য জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) এস এম মেহেদী হাসান তার কার্যালয়ে এ বিষয়ে ব্রিফিং করেন।

এর আগে বুধবার (২৪ জুন) বিকেলে সিআরবি এলাকার একটি পরিত্যক্ত বাংলো থেকে মালেকা বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। amarbangla.tv

হত্যাকাণ্ডের পর তদন্তে নেমে কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) সজল দাশের নেতৃত্বে একটি টিম মো. রুবেল প্রকাশ ভোলাইয়া ও মো. সুমনকে গ্রেফতার করে। পরে তাদের দেওয়া তথ্যে মাইকেল বড়ুয়াকে গ্রেফতার করে। তার কাছ থেকে মালেকা বেগমের ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।

কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান আমার বাংলা ডট টিভিকে বলেন, গ্রেফতার রুবেল প্রকাশ ভোলাইয়া ও মাইকেল বড়ুয়াকে আদালতে হাজির করা হলে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আসামি সুমন একজন চিহ্নিত ছিনতাইকারী। সুমন এর আগেও পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল।

তিনি জানান, রুবেল ও সুমন মালেকা বেগমকে ধর্ষণের চেষ্টা করেছিল। মালেকা বেগম এতে বাধা দেন। তিনি ঘটনা পুলিশকে জানিয়ে দেবেন বলায় তার গলায় ওড়না পেঁচিয়ে তাকে হত্যা করা হয়। পরে মরদেহ ফেলে রেখে চলে যায় তারা। শেয়ার করুন।