স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
আমার বাংলা টিভি ডেস্কঃ শুক্রবার (২৯ মে) দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি জানান, করোনায় মোট মারা গেছেন ৫৮২ জন। আক্রান্ত হয়েছেন ৪২৮৪৪ জন। মৃতদের মধ্যে ১৯ জন পুরুষ ও ৪ জন নারী। ঢাকা বিভাগে ১০ জন এবং অন্যান্য জেলার ১৩ জন। বয়স ভিত্তিক বিশ্লেষণে ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ২ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৬ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৫ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১ জন এবং ১১ থেকে ২০ বছরের মধ্যে ১ জন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৪৯টি ল্যাবে ১২৯৮২ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১১৩০১ জনের। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো দুই লাখ ৮৭ হাজার ৬৭ জনের। মোট আক্রান্ত হয়েছে ৪২৮৪৪ জন। সুস্থ হয়েছেন ৫৯০, মোট সুস্থ হয়েছেন ৯০১৫ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২০ দশমিক ৪ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩৬ শতাংশ। amarbangla.tv
ডা. নাসিমা সুলতানা জানান, এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছন ৯ হাজার ১৫ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনের নেওয়া হয়েছে ৩২৮ জনকে। বর্তমানে আইসোলেশনের আছেন ৫ হাজার ১৪০ জন। এছাড়া আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ১৭২ জন, এ পর্যন্ত মোট ছাড় পেয়েছেন ২ হাজার ৮১০ জন।
গতকাল বৃহস্পতিবার পর্যন্ত করোনাভাইরাস শনাক্তে নমুনা পরীক্ষা করা হয়েছিল ৯,৩১০টি। এরমধ্যে নতুন শনাক্ত হয়েছিলেন ২,০২৯ জন। মোট শনাক্ত হয়েছিলেন ৪০,৩২১ জন। আর গতকাল আরও ১৫ জন মারা যান। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছিল ৫৫৯ জন। এছাড়া গতকাল সুস্থ হয়েছিলেন ৫০০ জন। এনিয়ে মোট সুস্থ হয়েছেন ৮,৫২৪ জন। amarbangla.tv
আপনার সুস্থতা আপনার হাতে উল্লেখ করে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সকলকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে সকলের প্রতি আহবান জানানো হয়।
দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। শেয়ার করুন।