পত্নীতলায় কৃষকের সন্তান মিজানুর রহমান ৩৮ তম বিসিএস এ শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত
মনিরুজ্জামান মুন্না, নওগাঁ জেলা প্রতিনিধি/ আমার বাংলা টিভি ডেস্কঃ মিজানুর রহমান পড়াশোনা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। ঐ বিশ্ববিদ্যালয় থেকে তিনি ইসলামের ইতিহাস ও সংস্কৃতিক বিভাগের উপর অর্নাস ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন । সদ্য ঘোষিত ৩৮ তম বিসিএস এর চুড়ান্ত ফলাফলে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত মিজানুর রহমান।
জানা গেছে, নওগাঁ জেলার পত্নীতলার উপজেলার শিহাড়া ইউনিয়ন এর হলাকান্দর গ্রামের কৃষক মোঃ জাকারিয়া হোসেন (ফিটু) এর বড় ছেলে মিজানুর রহমান। ৪ ভাই বোনের মধ্যে তিনি সবার বড়। তিনি হলাকান্দর সাবেদ আলী দাখিল মাদ্রাসা থেকে এস এস সি তে জিপিএ -৫ পেয়ে নিউ গভ. ডিগ্রি কলেজ রাজশাহী এইচ এস সি তে ভর্তি হন এবং সেখানে ও তিনি জিপিএ -৫ অর্জন করেন। এরপর তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্নাস ও মাস্টার্স ডিগ্রি সম্পূর্ণ করেন। amarbangla.tv
উল্লেখ্য, মিজানুর রহমান ও তার বন্ধুরা এলাকার ছোটদের উচ্চ শিক্ষামূখী করার উদ্দেশ্য ২০১২ সালে ” হলাকান্দর ছাত্র কল্যান পরিষ্কার পরিষদ ” নামে একটি সংগঠন গড়ে তোলেন। যার মাধ্যমে কিছু শিক্ষার্থী বান্ধব অনুষ্ঠান করা হয়েছে। বর্তমানে উক্ত সংগঠন টির সাধারণ সম্পাদকের দ্বায়িত্ব পালন করছেন মিজানুর রহমান। তাদের কার্যক্রমের দ্বারা এলাকার ছোট রা অনুপ্রাণিত।
তার বাবা, জাকারিয়া হোসেন (ফিটু) বলেন, আমার ছেলের জন্য দোয়া করবেন। সে যেন দেশের মানুষের সেবা করতে পারে। amarbangla.tv
স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন, “পউস” এর সদস্য হাবিব সাত্তি সাথে কথা হলে তিনি জানান, মিজানুর আমাদের পত্নীতলার গর্বিত ও মেধাবী ছাত্র। তার এই সাফল্যে আমরা আনন্দিত ও গর্বিত। তার উত্তরোত্তর সাফল্য কামনা ও শুভকামনা রইল।
মিজানুর রহমান জানান, আল্লাহর অশেষ মেহেরবানি আমি শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছি। এজন্য আমি ও আমার পরিবার অনেক খুশি। তিনি আরো বলেন, এখন পরিবারের দুঃখ মোচন ও দেশের মানুষের সেবা করা প্রধান লক্ষ। তার এই সাফল্য এলাকা বাসি আনন্দিত ও গর্বিত। শেয়ার করুন।