আমার বাংলা টিভি ডেস্কঃ বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ লকডাউনে ঘরবন্দি অসহায় মানুষের মাঝে ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসাবে উপহার স্বরূপ খাদ্য সামগ্রী বিতরণ করেন।
আজ ২৩ রমজান ১৭ মে রবিবার বিকালে নগরীর ৪২ নং নাসিরাবাদ সাংগঠনিক ওয়ার্ড এলাকায়।
এ সময় মুহাম্মদ শাহেদ বলেন, সরকারী সব সিদ্ধান্ত করোনা মোকাবেলায় বুমেরাং। বিনাভোটের সরকার আমলাদের উপর ভর দিয়ে করোনা মহামারী মোকাবেলায় ব্যস্ত আর লীগের নেতা-কর্মীরা ত্রাণ-অনুদান এমনকি নগদ ২৫০০ টাকা করে অসহায় মানুষের সহায়তার টাকা নিজেরাই নামে-বেনামে পকেটে পুড়ছে। এটাই শাসকদলের প্রকৃত চিত্র। মুখে উন্নয়ন আর অন্তরে লুটপাটের কুট-কৌশল।
সে বলেন, দেশের মানুষ ভালো নেই একদিকে মহামারী বিনা চিকিৎসা অন্যদিকে সরকারী ত্রাণের লুটপাটের মহোৎসব চলছে। মন্ত্রী, এমপিরা আজ অমাবস্যার চাঁদ, কোথাও খুজে পাওয়া যায় না এটাই কি করোনা প্রস্তুতি ? ফ্রন্ট লাইন যোদ্ধারা প্রয়োজনীয় উপকরণ পাচ্ছে না, সরকার নির্বাক। ভাবটা এমন দেশে কিছুই হচ্ছে না সব স্বাভাবিক। স্বাস্থ্য মন্ত্রী এখনও ভুল-বাল বক্তব্য দিয়ে যাচ্ছে এ যেন হীরক রাজার দেশ! স্বাস্থ্য খাতের বেহাল দশা একদিনে হয়নি শুধু উন্নয়ন আর উন্নয়নের নাম প্রচার আর লুটপাটেই ব্যস্ত শাসকদল।
তিনি এসময় আরো বলেন, সামনে করোনা পরিস্থিতি আরো অবনতি হবে আমাদের সাহসের সাথে সবাইকে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে এই যুদ্ধ শেষ করতে হবে। করোনা রোগীদের প্রতি মানবিক আচরণ করতে হবে। প্রশাসনকে অনুরোধ জানান করোনা আক্রান্ত ব্যক্তির পরিবারের অন্য সবার টেস্ট যেন আরো দ্রুত সম্পন্ন করেন এতে করে মানসিকভাবে রোগী ও আক্রান্ত পরিবার একটু হলেও স্বস্তিবোধ করবেন।
এ সময় উপস্থিত ছিলেন নগর যুবদলের সি. যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইন, রাশেদুল হাসান লেবু, সহ সম্পাদক আতিকুর রহমান, ইলিয়াস হাসান মন্জু, ইব্রাহীম খান, দেলোয়ার হোসেন, সাহেদ খান পারভেজ, এনামুল হক কামাল, এস এম শাহবাজ, মোঃ রফিক, মাসুদ আলম প্রমুখ।নিউজটি শেয়ার করুন।