বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী
আমার বাংলা টিভি ডেস্ক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, তথ্যমন্ত্রীর চোখে মুখে মিথ্যার ঝলক বেরিয়ে আসে। তথ্যমন্ত্রীর কাছে জানতে চাই-আপনাদের মন্ত্রী-এমপি’রা কে মাঠে আছে, কে জনগণের পাশে আছে ?
রহুল কবির রিজভী বলেন, আপনাদের এমপি মানব পাচারের জন্য মধ্যপ্রাচ্যে গ্রেফতার হচ্ছে। অবশ্য জনগণ দেখছে-আপনাদের জনপ্রতিনিধিদের খাটের তল থেকে, মাটির তল থেকে, গ্যারেজের ভেতর থেকে শুধু চালের বস্তা, তেলে বস্তা বের হচ্ছে।
তিনি বলেন, আপনাদেরকে দেখছি-সেলফ লকডাউনে থেকে বিরোধী দল ও মতের মানুষদের বিরুদ্ধে বিষোদগার করতে। মন্ত্রী-এমপি’রা জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই জনগণের পাশে দাঁড়ায়নি। বিএনপি’র কোটি কোটি অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। amarbangla.tv
রিজভী বলেন, সরকারের মন্ত্রীরা ঘরে বসে ভার্চুয়াল পদ্ধতিতে দেশ চালাচ্ছেন, বিরোধী দলের নেতাকর্মীদের ওপর আইন শৃঙ্খলাবাহিনী ও দলীয় সন্ত্রাসীদের লেলিয়ে দিয়েছেন। করোনায় সয়লাব জনগণ কী মরণদশায় ভুগছে এগুলি উপলব্ধি করার ক্ষমতা তাদের নেই। করোনা পরীক্ষার ওপর ২০০ টাকা ফি ধার্য করতো না। বিদ্যুৎ, গ্যাস, পানি ও জ্বলানী তেলের দাম বৃদ্ধি করতো না। বিদ্যুতের ভুতুড়ে বিলের দাপটে সাধারণ মানুষের দম বন্ধের মতো পরিস্থিতি সৃষ্টি করতো না, পাটকল বন্ধ ও পাটশ্রমিকদের ছাঁটাই করতো না।
রোববার নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ চৌধুরীর বক্তব্যের জবাবে একথা বলেন রিজভী। শেয়ার করুন।