টেরীবাজাররে একমাসের দোকান ও গুদাম ভাড়া মওকুফের অনুরোধ জানিয়েছেন টেরীবাজার ব্যবসায়ী সমিতি। ছবি আরেফিন।
আমার বাংলা টিভি ডেস্কঃ বিশ্বব্যাপী ভয়াবহ করোনা ভাইরাসের কারণে সরকারের নির্দেশক্রমে টেরীবাজার বাসী ও ক্রেতাসাধারণের নিরাপত্তার জন্য গত ২৬শে মার্চ থেকে ৩০মে পর্যন্ত টেরীবাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বন্ধ রাখা হয়েছিলো, রমজানের ঈদসহ দীর্ঘদিন বন্ধ হওয়ায় ব্যবসায়ীরা খুব ক্ষতিগ্রস্ত হয়েছে। amarbangla.tv
বর্তমান দুর্যোগকালীন পরিস্থিতিতে মানবিক দিক বিবেচনা করে টেরীবাজার দোকান ও গুদাম ভাড়াটিয়াদের একমাসের ভাড়া মওকুফ করার জন্য টেরীবাজার দোকান ও গুদাম জামিদারদের প্রতি অনুরোধ জানিয়েছেন টেরীবাজার ব্যবসায়ী সমিতি।
আজ ২৪ জুন বুধবার দুপুর ১২টায় টেরীবাজার ব্যবসায়ী সমিতির কার্যলয়ে সমিতির ভারপ্রাপ্ত সভাপতি লায়ন আলহাজ্ব বেলায়েত হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আলহাজ্ব আবদুল মান্নানের সঞ্চলনায় মত-বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় টেরীবাজার ব্যবসায়ীর কার্যকরী পরিষদ, উপদেষ্টা পরিষদ, জমিদারসহ বিভিন্ন মার্কেট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। amarbangla.tv
টেরীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব আবদুল মান্নান বলেন করোনা ভাইরাসের কারণে টেরীবাজার ব্যবসায়ীরা ঈদ রমজানসহ দীর্ঘদিন দোকান বন্ধ থাকায় অর্থনীতিক ভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে আমরা পর্যালোচনা করে টেরীবাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এপ্রিল, মে দুই মাস থেকে এক মাসের ভাড়া মওকুফ করতে জমিদার এবং দোকান মালিক কে বিনয়ের শহিদ অনুরোধ করেছি,
আরো বলেন বর্তমানে সরকারের ঘোষিত সীমিত পরিসরে ব্যবসা প্রতিষ্ঠান খোলা দিলেও ৭০% ব্যবসায়ী অবিক্রীত থেকে দোকান বন্ধ করছেন। শেয়ার করুন।