জীবাণুনাশক ঔষধ ছিটানো , মাস্ক ও খাবার বিতরণ করলেন যুবদল নেতা দীপ্তি
নিউজ ডেক্সঃ “করোনা ভাইরাস Covid19” বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগরীতে মহামারি করোনাভাইরাস বিস্তার প্রতিরোধে জীবাণু নাশক ঔষধ ছিটানো, মাস্ক বিতরণ ও বাসাবাড়িতে অবরোদ্ধ থাকা অসহায় খেটে খাওয়া মানুষের মাঝে খাবার বিতরণের কর্মসূচি চলছে।
জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি। প্রতি দিনের মতো আজ তৃতীয় দিন, নগরীর ১৪নং লালখান বাজার ওয়ার্ড যুবদলের উদ্যোগে লালখান বাজার এলাকায় ১৮০ পরিবার মাঝে বিতরণ করা হয়। ২৫ নং রামপুর ওয়ার্ড যুবদলের উদ্যোগে রামপুর এলাকায় অসহায় পরিবারের ঘরে ঘরে গিয়ে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন,
এছাড়াও তিনি করোনা ভাইরাস সংক্রমণ রোধে জীবাণু নাশক ঔষধ ছিটানো এবং জনসাধারণের প্রতি সংক্রমণ রোধে সবাইকে নিজের আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখাসহ সামাজিক দূরত্ব বজায় রাখার অনুরোধ জানিয়েছেন।
খাদ্য সামগ্রী বিতরণ করছেন মোশাররফ হোসেন দীপ্তি ও নেতা কর্মীরা।
দেশের এই পরিস্থিতিতে সমাজের সকল বিত্তশালীদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন তিনি মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে সাহায্য কামনা করতে, নগরবাসীর প্রতি অনুরোধ জানান।
উক্ত কর্মসূচিতে হালিশহর থানা বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম মহানগর যুবদলের সহ-সভাপতি আজমুল হুদা রিংকু, এম এ গফুর বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল হামিদ পিন্টু, খুলশী থানা যুবদলের আহবায়ক হেলাল হোসেন, পাহাড়তলী থানা যুবদলের সদস্য সচিব শওকত খাঁন রাজু, খুলশী থানা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ মিল্টন, মোঃ জাবেদ, নাছির উদ্দিন পিন্টু, ১৩ নং পাহাড়তলী ওয়ার্ড যুবদলের আহবায়ক আলমগীর হোসেন বাদশা, ১৪ নং লালখান বাজার ওয়ার্ড যুবদলের আহবায়ক জহিরুল ইসলাম জহির সহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।