জার্মান মসজিদ
আন্তর্জাতিক ডেস্কঃ গতকাল শুক্রবার (৩ এপ্রিল) বার্লিনের একটি মসজিদে মাইকে আজান দেওয়ার সময় প্রচুর মানুষের সমাগম ঘটে। আজানের সুর শুনে আশপাশের অসংখ্য মানুষ রাস্তায় নেমে পড়েন।
করোনাভাইরাসের কারণে মানুষের মনোবল বাড়াতে চার্চগুলোতে প্রতিদিন সন্ধ্যায় ঘণ্টা বাজানো হয় তার অংশ হিসেবেই মসজিদকেও মাগরিবের আজানের অনুমতি দেওয়া হয়েছিল।
দেশটিতে মুসলমানদের নিয়ে কাজ করে এমন একটি তুর্কি-ইসলামিক সংগঠন (ডিটিব) জানিয়েছে, আমরা জরুরি অবস্থায় আছি তাই মুসলিম কমিউনিটির মনোবল এবং শক্তি বাড়াতে নামাজের জন্য আহ্বান জানিয়েছি।
এর আগে জার্মানিতে মাইকে আজান দেওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি ছিল। তবে ছোট ছোট মসজিদে মাইক ছাড়াই আজান দেওয়া হতো। করোনাভাইরাসের ভয় কাটাতে মাইকে আজান দেওয়ার অনুমতি দিয়েছে দেশটির সরকার।
Post Views: ১২১