জাতীয়তাবাদী আদর্শের নেতা কর্মীদের প্রেরণার উৎস আবদুল্লাহ আল নোমান, গাজী সিরাজ

আবদুল্লাহ আল নোমান’র ৭৬ তম জন্মদিন উপলক্ষে খতমে কুরআন ও দোয়া মাহফিল আয়োজন করেছে চট্টগ্রাম মহানগর ছাত্রদল।

আমার বাংলা টিভি ডেস্কঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ডাকে সাড়া দিয়ে জীবনের মায়া ত্যাগ করে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়া এক বীর মুক্তিযোদ্ধার নাম আবদুল্লাহ আল নোমান। পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাতীয়তাবাদী আদর্শের চেতনা বুকে ধারণ করে সমগ্র বাংলাদেশ ঘুরে মানুষকে জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ করেন বিএনপির প্রবীণ এ নেতা।বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকেই চট্টগ্রাম সহ সারা দেশে দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার জন্য তার অক্লান্ত পরিশ্রম ও ত্যাগ রয়েছে। বিশেষত চট্টগ্রাম অঞ্চলে প্রবীণ এ নেতার হাত ধরেই বিএনপির অগ্রযাত্রা শুরু হয়।

জিয়াউর রহমান শহীদ হবার পর বেগম খালেদা জিয়া দলের দায়িত্বে আসার পর বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচার বিরোধী আন্দোলন সহ প্রত্যেক আন্দোলন সংগ্রামের সম্মুখে থেকে নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন রণাঙ্গনের এ বীর মুক্তিযোদ্ধা। তার হাত ধরেই চট্টগ্রামে বিএনপি সাংগঠনিকভাবে একটি শক্তিশালী দলে পরিণত হয় এবং এর বিভিন্ন অংগ ও সহযোগী সংগঠন সমূহের কার্যক্রম বেগবান করতে তিনি চষে বেড়িয়েছেন চট্টগ্রামের প্রতিটি অলিগলিতে। বর্তমান বিএনপির রাজনীতিতে প্রবীণ এবং অভিজ্ঞ কয়েকজন নেতার মধ্যে আবদুল্লাহ আল নোমান একজন। বিএনপির কেন্দ্রীয় এ নেতার আজ ৭৬ তম জন্মদিন। amarbangla.tv

বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমান এর ৭৬ তম জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের উদ্যোগে আজ বা’দে আসর নগরীর পাচলাইশ শেখ বাহারুল্লাহ জামে মসজিদে খতমে কুরআন ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়।

এসময় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য বিশেষ মুনাজাত করা হয় এবং বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করা হয়। এছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে আওয়ামী সরকারের সকল ষড়যন্ত্র থেকে মুক্ত করার জন্য বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়। amarbangla.tv

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি এম এ হাশেম রাজু, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ও মহানগর ছাত্রদল সভাপতি গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য শেখ রাসেল, মহানগর ছাত্রদল নেতা মহসিন কবির আপেল, আলিফ উদ্দিন রুবেল, সামিয়াত আমিন জিসান, কাইয়ুমুর রশিদ বাবু, আবদুল্লাহ আল মামুন, আলী আকবর চৌধুরী, শেখ মেহেদী, তানভীর হোসেন, মোহাম্মদ ইমন সহ বিভিন্ন থানা, কলেজ ও ওয়ার্ড নেতৃবৃন্দ। শেয়ার করুন।