জনসমাগম এড়াতে রাজ্যগুলোকে মদের হোম ডেলিভারি সেবা চালুর পরামর্শ দিলো ভারতের সুপ্রিম কোর্ট
আন্তর্জাতিক ডেস্কঃ চলতি সপ্তাহে ভারতের বিভিন্ন রাজ্যে খুলে দেয়া হয় মদের দোকান। এসব দোকানে দেখা যায় দীর্ঘ লাইন। কোথাও কোথাও শুরু হয় হুড়োগুড়ি। দিল্লি-কলকাতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জেও বাধ্য হয়েছে পুলিশ। দ্য হিন্দু, এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া
শুক্রবার এই মর্মে দায়ের একটা জনস্বার্থ মামলা খারিজ করেছেন ভারতের সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চ। সেই মামলায় আবেদন করা হয়েছিল, লকডাউন চলাকালীন মদের প্রত্যক্ষ বিক্রিতে নিষেধাজ্ঞা দেয়া হোক। অর্থাৎ অফ শপের মাধ্যমে বন্ধ করা হোক মদ বিক্রি।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেই জনস্বার্থ মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট বলেছেন, ‘আমরা এই মামলায় কোনও রায় দেবো না। তবে সামাজিক দূরত্ব বজায় রাখতে মদের পরোক্ষ বিক্রি বা হোম ডেলিভারির ব্যবস্থা করতে পারে রাজ্যগুলো।’
এদিনের শুনানিতে সুপ্রিম কোর্ট আবেদনকারীকে প্রশ্ন করেছে, ‘সরকারি নানা মাধ্যমে হোম ডেলিভারি নিয়ে আলোচনা চলছে। আপনারা আমদের থেকে আর কী প্রত্যাশা করেন?’ জানা গিয়েছে, ভারতে মদের হোম ডেলিভারির কোনও আইনি বৈধতা নেই। যদিও, হোম ডেলিভারি দিতে প্রস্তুত জোম্যাটো। কিন্তু তার আগে প্রয়োজন হবে সরকারি অনুমোদন।’নিউজটি শেয়ার করুন।