জনতার মেয়র প্রার্থী ডাঃ শাহাদাত হোসেন, গাজী সিরাজ

ডাঃ শাহাদাত হোসেন’র ৫৪ তম জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের দোয়া মাহফিল ও খাবার বিতরণ।

 

আমার বাংলা টিভি ডেস্কঃ ডাঃ শাহাদাত হোসেন কে জনতার মেয়র প্রার্থী আখ্যা দিয়ে, চট্টগ্রাম মহানগর ছাত্রদল সভাপতি গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ বলেন, আজকের এই দিনে বীর চট্টলার মাটিতে জন্ম নেওয়া এক মানবতাবাদী নেতার নাম ডাঃ শাহাদাত হোসেন।

কলেজ জীবনে জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির মাধ্যমে বিএনপির রাজনীতিতে পদার্পণ ঘটে ডাঃ শাহাদাত হোসেন’র। আশির দশকে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে জাতীয়তাবাদী ছাত্রদলের সম্মুখভাগের যোদ্ধা ডাঃ শাহাদাত হোসেন’র হাত ধরেই চট্টগ্রাম মেডিকেল কলেজে ছাত্রদল প্রতিষ্ঠিত হয় এবং তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই বেশ বিচক্ষণতার সাথে ছাত্রদলের সাংগঠনিক কর্মকাণ্ড এগিয়ে নিয়ে যায়।

amarbangla.tv

পরবর্তীতে ছাত্ররাজনীতি থেকে বিদায় নেওয়ার পর তিনি বিএনপির পেশাজীবি সংগঠন ড্যাব এর রাজনীতিতে সক্রিয় হউন। খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডেও তার সমান অংশগ্রহণ ছিলো। তাই চট্টগ্রামের ক্রীড়াঙ্গন ও সমাজে তার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা তৈরি হতে থাকে। অল্প বয়সেই বিভিন্নভাবে মানুষের উপকারে মনোনিবেশ করার কারণে মানুষ তাঁকে খুব দ্রুততার সাথে আপন করে নিতে শুরু করে। এসময়ে তিনি পড়াশোনার পাশাপাশি ড্যাব এর রাজনীতি করতে থাকেন এবং তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে চট্টগ্রাম মেডিকেল কলেজে জাতীয়তাবাদী ছাত্রদল একটি শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে ওঠে।

পড়াশোনা শেষে ধীরে ধীরে বিএনপির রাজনীতির সাথে যুক্ত হউন সাবেক এ ছাত্রনেতা। তিনি প্রথমে বাকলিয়া থানার সদস্য হিসেবে বিএনপির রাজনীতি শুরু করেন। পরবর্তীতে তিনি বাকলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হউন এবং তারই ধারাবাহিকতায় তিনি বাকলিয়া থানা বিএনপির সভাপতির দায়িত্ব পেয়ে তা অত্যন্ত সফলতার সাথে পালন করেন। ১/১১ দুঃসময়ে যখন চট্টগ্রামের জনগণের কথা বলার মতন কেউ ছিলেন না, ঠিক সেই সময়ে তিনি চট্টগ্রামে বিএনপির হাল ধরেন এবং সামরিক শক্তির বিরুদ্ধে আন্দোলনে মানুষকে ঐক্যবদ্ধ করতে শুরু করেন। বিএনপির ১/১১ দুঃসময়ের এ কান্ডারী কে পরবর্তীতে মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক হিসেবে নির্বাচিত করা হয়। amarbangla.tv

এরপর চট্টগ্রাম মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে তাঁকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। এসময় জনকল্যাণমুখী কর্মকাণ্ডে নিজেকে ব্যাপকভাবে নিবেদিত করাই তিনি জনগণের এতই কাছে চলে যান যে, চট্টলাবাসী তাকে হৃদয়ের মণিকোঠায় ঠায় করে দিয়েছে। চট্টগ্রামের জনতার অফুরন্ত ভালোবাসায় এ নেতার পথচলার শক্তি। পরবর্তীতে তিনি কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পান। এরপর তিনি চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতির দায়িত্ব পান।

বর্তমানে তিনি বিএনপির প্রার্থী হিসেবে চসিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। করোনা মহামারীর কারণে চসিক নির্বাচন স্থগিত হবার পর থেকেই তিনি চট্টগ্রামের মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। বর্তমান সময়ে চট্টগ্রামের মানুষের জন্য সবচেয়ে বেশি ত্রাণ দিয়ে তিনি এখন চট্টগ্রামবাসীর আশার আলো হয়ে দাঁড়িয়েছেন। একদম তৃণমূল থেকে উঠে আসা সাবেক এ ছাত্রনেতার হাত ধরেই চট্টগ্রাম বিএনপি আরও বেশি শক্তিশালী হতে শুরু করেছে।

বর্তমান সময়ে চট্টগ্রামে তুমুল জনপ্রিয় এ নেতার আজ জন্মদিন। মহান আল্লাহ পাক রাব্বুল আলামীন এর দরবারে প্রিয়নেতা ডাঃ শাহাদাত হোসেন’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডাঃ শাহাদাত হোসেন’র ৫৪ তম জন্মদিন উপলক্ষে অদ্য বা’দে আসর মিসকিন শাহ (রঃ) এর মাজারে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের উদ্যোগে মহানগর ছাত্রদল সভাপতি গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ’র সভাপতিত্বে আয়োজিত দোয়া মাহফিল শেষে খাবার বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। amarbangla.tv

উক্ত দোয়া মাহফিলে চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলুর আরোগ্য কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়। এছাড়াও বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে মুনাজাত করা হয়। দোয়া মাহফিল শেষে মাজার প্রাংগনে উপস্থিত অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সভাপতি গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য শেখ রাসেল, নগর ছাত্রদলনেতা আলিফ উদ্দিন রুবেল এস এম রোমান। জাপরুল হাসান রানা। সামিয়াদ আমিন জিসান। কুতুব উদদীন। এন মোহাম্মদ রীমন। মোঃ হানিফ গাজী শওকত। সাহাদাত হোসেন নাবিল। সীবলী নোমান রিপাত। আরশে আজিম আরিফ। আবদুল কাইয়ুম। মামুনর রশিদ মামুন খান। কায়মুর রশীদ বাবু প্রমুখ। শেয়ার করুন।