ছাত্র জনতার আন্দোলনে হামলার নেতৃত্বদানকারী যুবলীগ নেতা মহিউদ্দিন পালিতসহ জড়িতদের গ্রেফতারের দাবীতে মানব বন্ধন

আমার বাংলা টিভি ডেস্ক: ছাত্র জনতার আন্দোলনে হামলার নেতৃত্বদানকারী যুবলীগ নেতা মহিউদ্দিনের পালিতসহ জড়িতদের গ্রেফতারের দাবীতে মানব বন্ধন করেছে এলাকায় বাসী। বায়েজিদ বোস্তামী থানা, ২নং জালালাবাদ ওয়ার্ডের আরেফিন নগরে সচেতন এলাকাবাসীর সৌজন্যে ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগের প্রেতাত্মা ১লা আগস্ট হতে ৪ঠা আগষ্ট পর্যন্ত চট্টগ্রামে সংগঠিত তাণ্ডবলীলা ঘটনার প্রত্যক্ষ অন্যতম নেতৃত্বদানকারী যুবলীগ নেতা মহিউদ্দিনের পালিত ক্যাশিয়ার যুবলীগ কর্মী ওমর আলী এহছান এবং মামুন এর গ্রেফতারের দাবীতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

মানব বন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বায়েজিদ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মোহাম্মদ আলতাফ হোসেন, বিএনপি নেতা ফয়েজ আহমেদ, দাউদ ইসলাম, রিপন,মোহাম্মদ মনা,আতিকুর রহমান, মুনছুর, সেলিম, বায়েজিদ থানা স্বেচ্ছাসেবক দল নেতা সোহাগ, গাজী, সোলায়মান,শাহজাহান আলী, মিলন, মোহাম্মদ সোহাগ,টিপু, সামাদ তালুকদার, বজলু শেখ, রাসেল,লিটন, ছাত্রদল নেতা ফয়সাল, অভি প্রমুখ।

বায়েজিদ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মোহাম্মদ আলতাফ হোসেন বলেন, যুবলীগ কর্মী ক্যাশিয়ার ওমর আলী এহসান এবং মামুন যুবলীগ নেতা মহিউদ্দিনের কুখ্যাত সহযোগি ও কিশোর গ্যাং এর মদত দাতা। গত ১৭ বছর ধরে আওয়ামী লীগ সরকার এর অপকর্মের দোসর। আরেফিন নগর আল বারাকা ভবনে তাদের অবৈধ ব্যবসা ও অস্ত্রাগর ছিলো। সেখান থেকে তারা বিএনপি নেতা কর্মীদের জুলুম নির্যাতনের পরিকল্পনা করতো।

মানব বন্ধনে উপস্থিত বিএনপি নেতারা বলেন, এই এলাকায় আওয়ামী লীগ সরকারের সময় তাণ্ডব সৃষ্টিকারী যুবলীগের কর্মী এহসান ও মামুন কে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। তারা বলেন ২নং জালালাবাদ ওয়ার্ডে চাঁদাবাজ ও আওয়ামী লীগ সরকার এর অপকর্মে লিপ্তদের কোন স্থান নেয়।তাদের শীঘ্রই এলাকাবাসী বিতারিত করবে।