ছাগলনাইয়ায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন

ছাগলনাইয়ায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন

নিউজ ডেক্স : ছাগলনাইয়ায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। সকাল ৮ টায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পঅর্পণ করে এবং উপজেলা প্রাঙ্গণের জাতীয় পতাকা উত্তোলণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। তিনি বলেন
বাঙালি জাতির ইতিহাসে সর্বশ্রেষ্ঠ অর্জন একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন-সার্বভৌম ‘বাংলাদেশ’ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের, স্বাধীনতার ইতিহাস।

স্বাধীনতার ইতিহাস ৩০ লাখ শহীদের আত্মদান আর দুই লক্ষ মা-বোনের ত্যাগ-তিতিক্ষা এবং কোটি বাঙালির আত্মনিবেদন ও সংগ্রামের গৌরবগাঁথা গণবীরত্বের ইতিহাস। করোনাভাইরাস সংক্রমণ রোধে স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান সীমিত আকারে করা হয়েছে এতে বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র এম মোস্তফা, সহকারী কমিশনার (ভূমি) নাহিদা আক্তার তানিয়া, ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মেজবাহ উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নিজাম উদ্দিন মজুমদার, উপজেলা ভাইস-চেয়ারম্যান এনামুল হক মজুমদার, মহিলা ভাইস-চেয়ারম্যান বিবি জোলেখা শিল্পী, প্রমুখ।