চীন আগামী বছর বাজারে ডিজিটাল ইয়েন ছাড়বে

চীন আগামী বছর বাজারে ডিজিটাল ইয়েন ছাড়বে।

 

আমার বাংলা টিভি আন্তর্জাতিক ডেস্কঃ দি পিপলস ব্যাংক অব চায়না সার্বভৌম মুদ্রা হিসেবে আগামী ২০২২ সালে শীতকালীন অলিম্পিকে তা চালু করার পরিকল্পনা নিয়েছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে কাগজের মুদ্রা ব্যবহারে ঝুঁকি বেড়ে যাওয়ায় তা এখন আগামী বছরেই বাজারে ছাড়া হবে।

সীমিত আকারে ডিজিটাল মুদ্রা চীনের শেনঝেন, সুজোউ, চেংদু ও ঝিয়াওগানে ব্যবহার করা হবে। চীনের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নও ইয়াই গ্যাং এ তথ্য জানিয়ে বলেন, অলিম্পিক ভেন্যুতে ডিজিটাল মুদ্রা ছাড়ার কথা থাকলেও কোনো নির্দিষ্ট সময় সীমা নির্ধারিত ছিল না।

নিকি এশিয়া রিভিউকে চীনের স্টেট কাউন্সিলের এক কর্মকর্তা নাম প্রকাশে অনিচ্ছা জানিয়ে পরীক্ষামূলকভাবে সরকার যদি ডিজিটাল মুদ্রা ব্যবহারে সফলতা পায় তাহলে আগামি বছর থেকে আরো ব্যাপক হারে এর ব্যবহার শুরু হবে।

ডিজিটাল মুদ্রা ব্যবহারের ক্ষেত্রে স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে একটি নম্বও থাকবে যার মাধ্যমে সে বিশেষ অ্যাপ ব্যবহার করে এধরনের মুদ্রা লেনদেন করতে পারবে। এ্যাকাউন্টের মাধ্যমে গ্রাহক এ মুদ্রার লেনদেনে কাগুজে মুদ্রা বহনের ঝামেলা এড়িয়ে চলতে পারবেন। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের সাহায্য ছাড়াই আইনগতভাবে গ্রাহক তা লেনদেন করতে পারবে।

তবে লেনদেনের আকার সীমাবদ্ধ থাকবে গ্রাহকের পরিচয় যাচাই বাছাইয়ের মাধ্যমে। ছবি ও মোবাইল ফোন নম্বর দিয়ে লেনদেনের এক পর্যায়ে এর পরিমানও বাড়াতে পারবে গ্রাহক। কোনো ধরনের অপব্যবহারের ক্ষেত্রে গ্রাহকের পূর্ব পরিচয় অনুসরণ করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

হংকং মনিটারি অথোরিটির প্রধান নির্বাহী এডি ইউই বলেন কাগুজে মুদ্রা লেনদেনের চেয়ে ডিজিটাল মুদ্রার লেনদেন অনেক সহজ ও ঝুঁকিমুক্ত হবে। শেয়ার করুন।