জীবানুনাশক টানেল উদ্বোধন করার পর বক্তব্য দিচ্ছেন চন্দনাইশ পৌরসভার মেয়র মাহবুবুল আলম খোকাসহ অন্যরা।
আমার বাংলা টিভি ডেস্কঃ করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘জীবাণুনাশক টানেল’ বসানো হয়েছে।
আজ ২৩ মে শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে চন্দনাইশ পৌরসভা ৮নং ওয়ার্ডের কিছু মানুষের সহযোগিতায় ও বিশিষ্ট ফার্মাসিষ্ট প্রয়াত সুধীর রঞ্জন চক্রবর্ত্তীর স্মরণে এবং মোহাম্মদ হেলাল উদ্দিন পির ভাইয়ের তত্বাবধানে এই জীবানুনাশক টানেল উদ্বোধন করা হয়।amarbangl.tv
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ পৌরসভার মেয়র মাহবুবুল আলম খোকা, চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা.শাহীন হোসাইন চৌধুরী, থানা অফিসার ইনচার্জ কেশব চক্রবর্ত্তী, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি এড.দেলোয়ার হোসেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ন চক্রবর্ত্তী, দোহাজারী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী এসএম জমির উদ্দিন, মন্টু দে, এম শাহ নেওয়াজ চৌধুরী, রুবেল নাথ, কমল চক্রবর্ত্তী, নিউটন, সানি, শাহেদ, শুভ, শক্তি পদ চক্রবর্ত্তী প্রমুখ।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষের জীবাণুমুক্ত করার জন্য এ টানেল নির্মাণ করা হয়েছে। প্রতিদিন বিভিন্ন এলাকা হতে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ এখানে সেবা নিতে আসে। সেবা নিতে আসা ব্যক্তিদের মহামারি করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে এ টানেল স্থাপন করা হয়।শেয়ার করুন।