চট্টগ্রাম চন্দনাইশ উপজেলার গাছবাড়ীয়া পল্লী বিদ্যুৎ অফিসে হাতে বিদ্যুৎ বিল নিয়ে দীর্ঘ লাইনে, সমাজিক দূরত্ব না মেনে দাঁড়িয়ে আছে গ্রাহকরা।
আমার বাংলা টিভি ডেস্কঃ চট্টগ্রাম চন্দনাইশ উপজেলার গাছবাড়ীয়া পল্লী বিদ্যুৎ অফিসে মানা হচ্ছে না সমাজিক দূরত্ব। গত ২৬ মার্চ থেকে সারাদেশে চলছে অঘোষিত লকডাউন।
লকডাউনের কারণে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারে নাই গ্রাহকরা, সরকারের ঘোষণা অনুযায়ী ১০ মে থেকে সীমিত আকারে স্বাস্থ্য সচেতনতা নিশ্চিত করে অফিস খোলা রাখার ঘোষণা দিলেও মানা হচ্ছে না সমাজিক দূরত্ব। হাতে বিদ্যুৎ বিল নিয়ে গাধা গাঁধি করে ভেতর থেকে বাহির পযন্ত দীর্ঘ লাইনে দাঁড়িয়ে বিদ্যুৎ বিল পরিশোধ করছে গ্রাহকরা।
এ বিষয়ে চন্দনাইশের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী রফিকুল ইসলাম জানান, আমরা সমাজিক দূরত্ব মেনে হ্যান্ড স্যানিটাইজার হ্যান্ড ওয়াশ ও স্বাস্থ্য সচেতনতা নিশ্চিত করে বিদ্যুৎ বিল গ্রহণ করছি। আজকে প্রথম দিন মানুষ একটু বেশি হওয়ার কারণে জটলা সৃষ্টি হয়, আমরা চিন্তা করতেছি আগামীতে অফিসে বিল না নিয়ে বাহিরে স্কুল, কলেজ অথবা খোলা মাঠে নেওয়ার চিন্তা করতেছি। এবং আমরা মাইকিং করে এলাকায় এলাকায় গ্রাহকদের জানিয়েছি গত ( মার্চ, এপ্রিল, মে )তিন মাসের কোন বিলম্ব মাশুল দিতে হবে না
তিনি আরো বলেন, আমরা সব সময় গ্রাহকদের সেবায় নিয়োজিত রাত একটা দুইটা তিনটা চারটা আমরা কখনো চিন্তা করি না আমাদের কাছে কল আসার সাথে সাথে আমাদের টিম “দুর্যোগে আলোর গেরিলা” সব সময় ছুটে চলছে। এই দুঃসময়ে গ্রাহকদের সেবা দিয়ে আসছি।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ কেশব চক্রবতী জানান, আজকে বিদ্যুৎ অফিসে বিল গ্রহণ করবে ওরা আমাদেরকে জানায় নাই। সরকারের পক্ষে থেকে ঘোষণা আছে প্রত্যকে যে কোন কাজ করবে ব্যক্তি গত ভাবে স্বাস্থ্য সচেতনতা মেনে করবে। তারা যেন স্বাস্থ্য সচেতনতা বিধি মানে এবং যারা বিদ্যুৎ বিল পরিশোধ করতে আসবে তাদেরকে বুঝানো এটা তাদের( বিদ্যুৎ অফিসর) দায়িত্ব। নিউজটি শেয়ার করুন।