শেখ রাসেল আইসোলেশন সেন্টার ( ইউনিট -১, ২) দুটির শুভ উদ্বোধন করেন চন্দনাইশ- সাতকানিয়ার মাননীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী।
আমার বাংলা টিভি ডেস্কঃ বৈশ্বিক মহামারী কোভিড-১৯ আক্রান্ত রোগীদের নিরবিচ্ছিন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাননীয় সাংসদের উদ্যোগে ও উপজেলা আওয়ামী লীগের সহযোগিতায় নির্মিত চন্দনাইশ উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন সাপোর্ট সম্বলিত শেখ রাসেল আইসোলেশন সেন্টার ( ইউনিট – ১) ও দোহাজারী জামিজুরী আবদুর রহমান উচ্চ বিদ্যালয়ে অক্সিজেন সাপোর্ট সম্বলিত শেখ রাসেল আইসোলেশন সেন্টার (ইউনিট – ২ ) দুটির শুভ উদ্বোধন করেন চন্দনাইশ-সাতকানিয়ার মাটি ও মানুষের প্রিয় নেতা, মাননীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে এমপি নজরুল ইসলাম চৌধুরী বলেন, দুটি আইসোলেশন সেন্টার চালু হওয়ায় চন্দনাইশের মানুষ উপকৃত হবে। একজন মানুষও যাতে চিকিৎসা বঞ্চিত না হয়, বিনা ঔষধে, বিনা সেবায় কষ্ট না পায়, সেজন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেয়া হয়েছে। কোন টাকা ছাড়াই, সম্পূর্ণ বিনামূল্যে এখানে চিকিৎসা সেবা, ওষুধ ও ৩ বেলা খাবার সরবরাহ করা হবে। আগামী সপ্তাহে কেওচিয়ায় আরেকটি আইসোলেশন সেন্টার চালু করা হবে বলে জানান এমপি নজরুল। amarbangla.tv
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু আহমেদ চৌধুরী জুনু, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শাহীন হাসান চৌধুরী লিটু, চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেশব চক্রবর্তী, পৌরসভা আওয়ামী লীগের আহ্বায়ক কায়সার উদ্দিন চৌধুরী, যমুনা টিভির ব্যুরো চীফ জামশেদ রহমান চৌধুরী, সাংবাদিক এড.দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় যুবলীগ নেতা মীর মোহাম্মদ মহিউদ্দিন, উপজেলা যুবলীগ’র আহ্বায়ক মোহাম্মদ তৌহিদুল আলম, যুগ্ম আহ্বায়ক মোঃ মুরিদুল আলম মুরাদ, জেলা ছাত্রলীগের সহ সভাপতি খোরশেদুল আলম ইমতিয়াজ সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ। amarbangla.tv