চন্দনাইশে মেয়াদোত্তীর্ণ ১’শ বস্তা খেঁজুর উদ্ধার করছেন প্রশাসন।
চট্টগ্রাম: চন্দনাইশ উপজেলার দক্ষিণ হাশিমপুর গাউসিয়া এগ্রো লিমিটেড থেকে মেয়াদোর্ত্তীণ ১’শ বস্তা খেঁজুর উদ্ধার করে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ হোসেন। পাশাপাশি ৩টি মুদির দোকানীকে ৫ হাজার টাকাসহ ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।
২৯ এপ্রিল সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা দক্ষিণ হাশিমপুর পাহাড়ি এলাকার গাউসিয়া এগ্রো লিমিটেডের গোডাউন থেকে ৫০ কেজি ওজনের ১’শ বস্তা মেয়াদোর্ত্তীণ খেঁজুর উদ্ধার করেন। সাক্ষ্য প্রমাণে ভিত্তিতে র্ফামের ম্যানেজার মো. হারুনুর রশিদকে ৫০ হাজার টাকা, বরকল মৌলভী বাজার এলাকার মুদির দোকানদার
কুটুম স্টোরের মালিক মো. শাহজাহানকে ২ হাজার, বাইনজুরী স্টোরের মালিক মো. হারুনকে ২ হাজার, ইসমাইল স্টোরের মালিক মো. ইসমাইলকে ১ হাজার টাকাসহ ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
গাউসিয়া এগ্রো লিমিডেটের গোডাউনে পাকিস্তানের করাচি ও ভারত থেকে আমদানীকৃত মেয়াদোর্ত্তীণ খেঁজুর মজুদ করে রাখা হয়েছে। পাকিস্তান থেকে আমদানীকৃত খেঁজুরের বস্তার উপরে উৎপাদনের তারিখ মার্চ’১৭, মেয়াদ শেষ মার্চ’১৯, ভারত থেকে আমদানীকৃত বস্তার উপরে উৎপাদনের তারিখ ’১৪, মেয়াদ শেষ ’১৫ উল্লেখ রয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ হোসেন এসকল মেয়াদোর্ত্তীণ খেঁজুর উদ্ধার করে নষ্ট করেন এবং মাটিতে পুতে ফেলেন। সেসাথে ভোক্তাধিকার আইনে উল্লেখিত ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেন। এব্যাপারে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আরিফ উদ্দীন বলেছেন, গরুকে এসকল খাবার খাওয়াতে আইনগত কোন বাধা নেয়। তবে মেয়াদোর্ত্তীণ খাবার খাওয়ানো বেআইনী হওয়ায় আইনের আওতায় এনে জরিমানা করা হয়েছে।
চট্টগ্রাম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রেয়াজুল হক জসিম বলেছেন, সাধারণত মানুষ যে খাবার খায় সেসকল খাবার প্রাণিকে খাওয়ানো উচিত নয় এবং লাভও নেই। তবে মেয়াদোর্ত্তীণ খাবার খাওয়ালে আইনের আওতায় এনে পদক্ষেপ নিবেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ হোসেন বলেছেন, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মেয়াদোর্ত্তীণ ৫০ কেজি ওজনের ১’শ বস্তা খেঁজুর উদ্ধার করে নষ্ট করে মাটিতে পুতে ফেলেছেন। সেসাথে ফার্মের ম্যানেজারকে ভোক্তাধিকার আইনে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। এসকল খেঁজুরের ওজন ৫ হাজার ৫০ কেজি। আনুমানিক মূল্য ২ লক্ষ ৫২ হাজার ৫’শ টাকা বলে জানিয়েছেন তিনি।