মোহিনী গ্রুপ ও ফারহান এন্টারপ্রাইজ সহযোগিতায় উপহার সামগ্রী বিতরণ করছেন সাধারণ সম্পাদক লিটন ও সাংবাদিক ঋত্বিক নয়নসহ শোভন ক্লাবের সদস্যরা।
আমার বাংলা টিভি ডেস্কঃ পবিত্র ঈদুল ফিতর ও মহামারি করোনা ভাইরাস প্রাদুভাব কর্মহীন মানুষের পাশে দাঁড়ানো আমাদের লক্ষ্য। চট্টগ্রাম শোভন ক্লাবের উদ্যোগে ও মোহিনী গ্রুপ এবং ফারহান এন্টারপ্রাইজ এর সাবিক সহযোগিতা ৬০০ কর্মহীন, হতদরিদ্র, অসহায় পরিবারের মাঝে পর্যয়াক্রমে উপহার সামগ্রী বিতরণ করা হবে।
আজ বুুুধবার চট্টগ্রাম পুরাতন রেলওয়ে স্টেশন সামনে সুবিধা বঞ্চিত, অসহায়, পথচারী (ভাসমান) ৫০ টি পরিবারের মাঝে বিতরণ করা হয়। যার উপকরণ, ৫কেজি চাউল, ১ কেজি ডাল তৈল, ২৫০গ্রাম দুধ, ২পকেট লাচ্চা সেমাই, ৫০০ গ্রাম বাংলা সেমাই, ১কেজি চিনি, ৩ কেজি আলু, ১কেজি পিঁয়াজ দেওয়া হয়ছে।
চট্টগ্রাম শোভন ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন লিটন ও চট্টগ্রামের সিনিয়র সাংবাদিক ঋত্বিক নয়নসহ শোভন ক্লাবের সদস্যরা, এই সামগ্রী তুলে দেন সুবিধা বঞ্চিত, অসহায়, পথচারী (ভাসমান) পরিবারে কাছে।
এ সময় মোশাররফ হোসেন লিটন বলেন, যাকাতের টাকা গুলোএদিক ওদিক নষ্ট না করে অসহায় পরিবারের জন্য বরাদ্দ করার জন্য এবং প্রিয় মানুষ গুলোকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।
ঝত্বিক নয়ন বলেন, হাট-বাজার ও রাস্তা-ঘাটে ঘুরাঘুরি না করে এই প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে নিজ ঘরেই অবস্থান করুন এবং মহান আল্লাহর দরবারে বেশী বেশী প্রার্থনা করুন।
এই সময় উপস্থিত ছিলেন দৈনিক আজাদী সিনিয়র সাংবাদিক এবং আলোর ঠিকানা পরিচালক ঋতিক নয়ন, সহ পরিচালনা কমিটি সদস্য গণ্য। চট্টগ্রাম শোভন ক্লাব সহ সভাপতি ইয়াসমিন সুলতানা, যুগ্ন -সম্পাদক রিজভী হাসান সানি, অর্থ সম্পাদক সাইমন আহমেদ সাহেদ, প্রচার সম্পাদক ওয়াহিদুল আলম অভি, সদস্য আনিসুল ইসলাম ইমন, আবদুর রহিম বাচ্চা, আরমান হোসেন, মনা এবং সাহেদ হোসেন হিরা। ফারহান এন্টারপ্রাইজ এর পরিচাল মোঃ ফারহান উদ্দীন চৌধুরী , বাকী উপহার সামগ্রী চট্টগ্রাম বিভিন্ন এতিমখানা এবং কমহীন মানুষ মাঝে বিরতন হবে বলে জানিছেন সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন লিটন প্রমুখ। শেয়ার করুন।