আমার বাংলা টিভি ডেস্কঃ বৈশ্বিক মহামারী কোভিড-১৯ নোভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ভাটিয়ারীস্থ চট্টগ্রাম ফিল্ড হাসপাতালে চিকিৎসাধীন আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ
শাহেদ এক বিবৃতিতে বলেন, করোনা ভাইরাস আমাদের দেশে প্রথম সনাক্ত হওয়ার পর থেকে বীর চট্টলার জনসাধারণকে সচেতন করার লক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি ও
চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন দীপ্তি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয়
সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ এর নেতৃত্বে চট্টগ্রামের ১৫ টি থানা ও ৪৩ টি সাংগঠনিক ওয়ার্ডের আওতাধীন ইউনিট পর্যায়ের নেতৃবৃন্দ বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান এবং যুবদলের কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন (টুকু)র নির্দেশে যুবদলের পক্ষ থেকে বিরামহীন কার্যক্রম পরিচালনা অব্যাহত আছে। দীর্ঘদিন লকডাউনে গৃহবন্দি অসহায় মানুষের পাশে ছুটে গেছেন যুবদল নেতৃত্ব। নগরীর প্রতিটি ওয়ার্ডে মাস্ক, পিপিই, হ্যান্ড স্যানিটাইজার, খাদ্য সামগ্রী বিতরণ করেছেন নগরীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এবং শেষ পর্যন্ত নিরন্ন অসহায় মানুষের মাঝে ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখার সংকল্প করেছেন।
কিন্তু অত্যান্ত দুঃখের সাথে আমরা জানাচ্ছি, চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি করোনা আক্রান্ত হয়ে গতো ২৭ মে বুধবার ভাটিয়ারীস্থ চট্টগ্রাম ফিল্ড হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বিবৃতিতে শাহেদ, নগরীর ১৫ টি থানা ও ৪৩ টি সাংগঠনিক ওয়ার্ড যুবদলের নেতা-কর্মীদের চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী ও তাঁর পরিবারের জন্য মহান আল্লাহ্ রাব্বুল আল-আমিনের নিকট দোআ করার জন্য অনুরোধ করেন এবং মনোবল শক্ত করে সাহসের সাথে মহামারী করোনা মোকাবেলার জন্য মানসিক ভাবে প্রস্তুতি নেওয়ার আহবান জানান।
সরকারের সমন্বয়হীনতাই বীর চট্টলা আজ করোনার হট স্পটে পরিনত হয়েছে। স্বাস্হ্য ব্যবস্হা সম্পূর্ণ রুপে ভেঙ্গে পড়েছে। ঘরে থাকুন। স্বাস্হ্যবিধি ও সামাজিক দুরত্ব মেনে চলুন। বিবৃতিতে, নগর যুবদল সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ, আশা বাদ ব্যক্ত করেন, অচিরেই করোনা যুদ্ধে বিজয়ী হয়ে নগর যুবদল সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি আমাদের মাঝে সুস্হ স্বাভাবিক জীবনে ফিরে আসবেন। শেয়ার করুন।