চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি দীপ্তির বাবার মৃত্যুতে মহানগর যুবদলের শোক

চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির বাবা আলহাজ্ব হাবিবুল্লাহ’র মৃত্যুতে চট্টগ্রাম মহানগর যুবদলের শোক প্রকাশ।

 

আমার বাংলা টিভি ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ
শাহেদ এক শোক বিবৃতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির
চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি, সাবেক ছাত্রনেতা মোশাররফ হোসেন দীপ্তি’র শ্রদ্ধেয় পিতা আলহাজ্ব হাবিবুল্লাহ’র
মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিবৃতিতে আলহাজ্ব হাবিবুল্লাহ’র বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে, ৪ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন। ৯০ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। মহান আল্লাহ রাব্বুল আল-আমিনের নিকট প্রার্থনা করেন যেন মরহুমকে জান্নাত নসীব করেন আমিন।  শেয়র করুন।