চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের তৃণমূল নেতাকর্মীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ

চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের তৃণমূল নেতাকর্মীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে। 

আমার বাংলা টিভি ডেস্কঃ চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারের পাশাপাশি আওয়ামীলীগ সারাদেশে, যে ত্রাণ বিতরন অব্যাহত রেখেছেন। তারই আলোকে চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ ইতিমধ্যে ত্রাণ সহায়তা উপহার দিয়েছে, এর তালিকা প্রস্তুত করেছে। এই তালিকা কেন্দ্রের কাছে প্রেরণ করা হবে। ইতোমধ্যে আমরা সকল ওয়ার্ড থেকে তালিকা চেয়ে পত্র পাঠিয়েছি। তিনি বলেন আমরা মহানগর আওয়ামীলীগ তৃণমূল কর্মীদের খোঁজ খবর নিচ্ছি। উপহার সামগ্রী প্রদান অব্যাহত রেখেছি, আমরা চাই জননেত্রী শেখ হাসিনার নির্দেশনামতে ছুটি কালীন সময়ে কোন পরিবার যেন অভুক্ত না থাকে। সে ব্যাপারে নেতাকর্মীদের খোঁজ নিয়ে তাদের পাশে দাঁড়াতে হবে।

আজ ৪২ নং নাছিরাবাদ ওয়ার্ড, ৪৩ নং আমিন শিল্প ওয়ার্ড ও ৭ নং পশ্চিম ষোলশহর ওয়ার্ডে ইউনিট আওয়ামীলীগের তৃণমূল পর্যায়ে চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের ভোগ্যপন্য উপহার সামগ্রী বিতরণকালে মেয়র এসব কথা বলেন।

সমাপনি বক্তব্যে চট্টগ্রাম মহানগর আাওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন , সামনে দিনগুলোতে করোনা ঝুঁকি আরো বেশি, জীবন অর্থনীতি উভয়ই রক্ষা করতে হবে। বিশেষজ্ঞরা অবিরাম বলে চলছেন, বাংলাদেশে এখনো করোনা ভাইরাসের সংক্রমনের সর্বোচ্চ মাত্রায় পৌঁছায়নি, তাই আমাদের নেতা কর্মীদের সজাগ দৃষ্টি দিয়ে মানবতার সেবায় নিয়োজিত করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, আইন বিষয়ক সম্পাদক এড.শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, ত্রাণ ও সমাজ কল্যাণ
সম্পাদক লায়ন মোহাম্মদ হোসেন, মহনাগর আওয়ামীলী সদস্য ও পাঁচলাইশ থানা আওয়ামীলীগের আহবায়ক আলহাজ্ব মো. ইয়াকুব, সৈয়দ আমিনুল হক, মহব্বত আলী খাঁ, কাউন্সিলর মোরশেদ আলম, ওয়ার্ড আওয়ামীলীগের দলিলুর রহমান, আবদুল মালেক, কাজী রাশেদ আলী জাহাঙ্গীর, মো. আবদুর রহিম প্রমূখ উপস্থিত ছিলেন।