চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২৬তম ব্যাচের বার্ষিক সাধারণ অনুষ্ঠিত হয়েছে

আমার বাংলা টিভি ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২৬তম ব্যাচের বার্ষিক সাধারণ সভা নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। তিনটি পর্বে অনুষ্ঠিত সভার প্রথম পর্ব সভাপতি মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দীন, সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোহাম্মদ এনামুল হক।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এফবিসিসিআই সভাপতি মোঃ মাহবুবুল আলম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান হারুন।

সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি মোহাম্মদ শাহজাহান উপস্থিত বন্ধুদের সার্বিক সহায়তার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করে কমিটি বিলুপ্ত ঘোষণা করে এবং নতুন কমিটি গঠনের লক্ষ্যে গঠিত এডহক কমিটির আহবায়ক আনোয়ারুল আজিম জাহিনের নিকট দ্বিতীয় পর্বের সভা পরিচালনার ভার হস্তান্তর করেন। তিনি এডহক কমিটির পক্ষ থেকে ৬৯ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী পরিষদ ২০২৪–২৫ ঘোষণা করেন। যার সভাপতি আহসানুল কবির এবং সাধারণ সম্পাদক আনোয়ারুল আজিম জাহিন।
তৃতীয় পর্বে নতুন সভাপতি আহসানুল কবির সভার সভাপতিত্ব করেন। সভাপতি আহসানুল কবির আগামী দুই বছর ব্যাচের দায়িত্ব পালনে ব্যাচের সর্বস্তরের বন্ধুদের সক্রিয় সহযোগিতা কামনা করেন।

সভায় বৈশাখী পিঠা উৎসব, ঈদ আড্ডা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান বিশেষ মাত্রা যোগ করে। এ ছাড়া এ উপলক্ষে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ব্যাচের পক্ষ থেকে তৃষ্ণার্থ মানুষকে খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়।

সভায় ব্যাচের অষ্টম মিলনমেলা কক্সবাজারে আগামী ২০ থেকে ২২ ডিসেম্বরে অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়। এজন্য প্রাথমিকভাবে এডভোকেট মোহাম্মদ এনামুল হককে আহবায়ক, নুর কুতুবুল আলমকে সদস্য সচিব এবং জান মোহাম্মদ সাইফুল্লাহকে কোষাধ্যক্ষ করে কমিটি ঘোষণা করা হয়।

সবশেষে রাতের খাবার আর ব্যাচের শিল্পী বন্ধুদের মধ্যে পিন্টু, কিসলু, রহমান, শাহজাহান, নাসির, শাম্মী এবং মিসেস আজাদের মনোজ্ঞ সংগীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান এর সফল পরিসমাপ্তি হয়।