চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা বিতরণ

চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা বিতরণ

 

চট্টগ্রামঃ পৃথিবীজুড়ে মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশে সম্প্রতি বিদেশ থেকে আসা লোকজনকে ১৪ দিনের হোম কোয়ারেন্টিন নিশ্চিত করার কথা বলছে সরকার।
চট্টগ্রামে সরকারি এ নির্দেশনা বাস্তবায়নে প্রবাসীদের বাড়ি বাড়ি নির্বাহী ম্যাজিস্ট্রেট পাঠিয়ে হোম কোয়ারেন্টিন মেনে চলার অনুরোধসহ কোয়ারেন্টিন না মানা প্রবাসীদের নিয়মিত জরিমানা করছে জেলা প্রশাসন।

রোববার (২৯ মার্চ) জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন নিজেই প্রবাসীদের বাড়ি বাড়ি গিয়ে হোম কোয়ারেন্টিনে থাকা লোকজনের খবর নেন। দুপুর ১২টা থেকে খুলশীর বিভিন্ন এলাকায় কোয়ারেন্টিনে থাকা লোকজনের খোঁজ-খবর নেন তিনি।
খুলশীর বিভিন্ন এলাকায় হোম কোয়ারেন্টিনে থাকা প্রবাসী এবং বিদেশি নাগরিকদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ-খবর নেন। সবাই হোম কোয়ারেন্টিন পালন করছেন কী না- তা তদারকি করেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা বিতরণ ছাড়াও রোববার কয়েকটি বাজারে সামাজিক দূরত্ব বজায় রাখা হচ্ছে কী না- তা তদারকি করেন জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন।