চট্টগ্রাম চন্দনাইশের মেয়র করোনায় আক্রান্ত

চট্টগ্রাম চন্দনাইশ উপজেলা পৌরসভার মেয়র মাহবুবুল আলম খোকা করোনায় আক্রান্ত।

আমার বাংলা টিভি ডেস্কঃ চট্টগ্রাম চন্দনাইশ উপজেলা পৌরসভার মেয়র প্রতিদিন জনগণের সেবায় নিয়োজিত ছিলেন, ২৬ শে মার্চ অঘোষিত লকডাউন হওয়ার পর থেকে তিনি এলাকায় এলাকায় গিয়ে মানুষকে বুঝাতেন ঘরে থাকুন, সুস্থ থাকুন প্রতিদিন ত্রাণ বিতরণে ব্যস্ত চিলেন। তিনি আজ নিজেই করোনায় আক্রান্ত হয়েছেন।

বিশেষ সহকারী হেলাল উদ্দীন পীর ভাইয়ের কাছে জানতে চাইলে, সে বিষয়টি আমার বাংলা টিভিকে নিশ্চিত করেছেন।

হেলাল উদ্দিন পীর ভাই জানান, কয়েকদিন যাবত জ্বরে ছিল বলে গত ২৮ মে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজে তার নমুনা পরীক্ষার জন্য দিয়েছিলেন।বিশেষ অনুরোধে তার নমুনা দুই দিনের মাথায় পরীক্ষা করা হয়। শনিবার যে রিপোর্ট দেওয়া হচ্ছে সেগুলা ২৮ মে নমুনা।

তিনি আরো জানান চন্দনাইশের মানুষের সাথে মেয়রের আত্মার সম্পর্ক মানুষের ভালোবাসায় সে আবারো জনগণের সেবায় নিয়োজিত হবেন। নেতা কর্মীসহ সবাইকে আতংকিত না হয়ে সচেতন হওয়ার অনুরোধ করেন। সবাই দোয়া করবেন সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে। মেয়র মাহবুবুল আলাম খোকা বর্তমানে বাসায় আইসোলেশনে আছেন। তিনি বাসায় সেবা যত্ন নিবেন। শেয়ার করুন।