চট্টগ্রামে প্রথম এক সাংবাদিক করোনায় আক্রান্ত

চট্টগ্রামে প্রথম এক সাংবাদিক করোনায় আক্রান্ত। 

আমার বাংলা টিভি ডেস্কঃ  চট্টগ্রামে প্রতিদিন যে সাংবাদিকরা করোনার খবর জনগণকে জানাতেন, তাদের একজন করোনায় আক্রান্ত হয়েছেন। পাঠক ডট নিউজের সম্পাদক সাইফুল ইসলাম শিল্পী চট্টগ্রামে প্রথম করোনায় আক্রান্ত কোন সাংবাদিক।

তিনি নিজেই আমার বাংলা টিভিকে এই তথ্য নিশ্চিত করেছেন। সাইফুল ইসলাম জানান, জ্বর ছিল বলে গত ১০ মে তিনি বিআইটিআইডিতে তার নমুনা পরীক্ষার জন্য দিয়েছিলেন।

বেশ কয়েকবার যোগাযোগ করে বিশেষ অনুরোধে তার নমুনা দুই দিনের মাথায় পরীক্ষা করা হয়। মঙ্গলবার যে রিপোর্ট দেওয়া হচ্ছে সেগুলা ৭ মে নমুনার। নমুনা জট নিয়ে ক্ষোভও প্রকাশের পাশাপাশি, পরিবারের স্ত্রী, দুই সন্তান সহ আরো চারজনের যেন দ্রুত নমুনা পরীক্ষা কর হয় সেই দাবিও জানান সাইফুল।নিউজটি শেয়ার করুন।