আমার বাংলা টিভি ডেস্কঃ চট্টগ্রাম দোহাজারীতে চাঁদাবাজির অভিযোগে জনৈক চারজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করেন সৈয়দা নাসরিন হাসান। দায়েরকৃত মামলায় আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। জামিন নামঞ্জুর হওয়া আসামিরা হলেন, কামাল প্রকাশ বিএনপি কামাল, মান্নান প্রকাশ চাঁদা মান্নান , লিয়াকত আলী ও মোহাম্মদ আলী ।
মামলার বাদীনি জানান, গত এপ্রিল মাসের ১০ তারিখ দোহাজারী চাগাচরে নিজ খতিয়ান ভূক্ত জায়গায় বসত বাড়ি করতে গেলে সন্ত্রাসী কামাল, মান্নান, লিয়াকত আলী, মোহাম্মদ আলীসহ ১০-১২ জন দেশীয় অস্ত্র সশস্ত্র নিয়ে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করেন । চাঁদা অপরাগতা প্রকাশ করলে কামাল ও মান্নান লোহার রড ও হকস্টিক দিয়ে মামলার বাদীনি ও তার মেয়ে নাসরিন হাসানকে এবং তাদের গাড়ি চালককে বেধড়ক মারধর ও শ্লীলতাহানি করেন। এতে তারা গুরুতর আহত অবস্থায় নাসরিন হাসান স্বামী সোহেল রানাকে মুঠোফোনে জানান । তবে তিনি চট্টগ্রাম শহরে থাকায় কোন দিশকুল না পেয়ে ৯৯৯ ফোন করেন।
তাৎক্ষণিক ওসি চন্দনাইশ দ্রুত ব্যবস্থা নেন। দোহাজারী ফাঁড়ি পুলিশ এস আই রবিউল, এ এস আই নূরনবীসহ সজ্ঞীয় ফোর্স নিয়ে তালা বদ্ধ গেইট খুলে আহত অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে খায়রুন্নেছা ও তার মেয়ে থানায় চাঁদাবাজির ও শ্লীলতাহানির মামলা দায়ের করে। দায়েরকৃত মামলায় আসামীরা প্রথম শুনানিতে জামিন লাভ করে আদালত প্রাঙ্গণে ফের হুমকি প্রদান করেন । এতে হতবাক হন আদালতের সি এস আই এবং জি আর ও । পরবর্তী শুনানিতে বিচারকের সামনে সংশ্লিষ্ট ঘটনা উত্থাপন করলে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার বাদীনি দাবি করেন, এই চারজনের বাইরে রয়েছেন নেপথ্য মূল হোতা । ঘটনার সুষ্ঠু তদন্ত করে নেপথ্যের মূলহোতাসহ আটককৃতদের কঠিন শাস্তি দাবি জানান।
ওসি চন্দনাইশ জানান, নিয়ম তান্ত্রিক মামলা হয়েছে এবং তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। www.amarbangla.tv