গরীব অসহায় মানুষের জন্য ওয়ার্ড নেতৃবৃন্দের কাছে ত্রাণ হস্তান্তর করছেন আবুল হাশেম বক্কর।
আমার বাংলা টিভি ডেস্কঃ চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, দেশে করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে। করোনার রোগী বিনা চিকিৎসায় মৃত্যুর মিছিল দেখে জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে। ক্ষুদার যন্ত্রনায় যেমন মনুষ রাস্তাঘাটে ঘুরছে তেমনি করোনা পরীক্ষা করানোর জন্য মানুষ হাসপাতালে হাসাপাতালে ঘুরছে। করোনা পরীক্ষার জন্য নমুনা জমা দিতে ৭ দিন অপেক্ষা করতে হয় আবার পরীক্ষার ফল পেতে ৭ দিন লাগছে। ফলাফল জনার আগে রোগী মারা যাচ্ছে। ফলে মৃত্যুর আগে আজান্তেই অনেকে সংক্রামিত করে যাচ্ছে। করোনা রোগী সনাক্তে নমুনা সংগ্রহ সহজ করে ২৪ ঘন্টার মধ্যে পরীক্ষার ফল প্রকাশ করতে হবে। চট্টগ্রামে করোনা পরীক্ষার ল্যাবে প্রতিদিন ৫০০ নমুনা পরীক্ষা করার দাবি জনানোর পাশাপশি প্রতিটি উপজেলায় ১০০ শয্যাসহ জেলায় ১০০০ শয্যার আইসোলেশন বৃদ্ধি করতে হবে।
তিনি আরো বলেন, দেশে যখন করোন সংক্রামনে প্রতিদিন নতুন রেকড় হচ্ছে সে সময় সরকার গার্মেন্টস ও কালকারখানা পাশাপশি দোকানপাট- শপিংমল খোলা রাখার মত আত্নঘাতী সিদ্ধান্ত নিয়েছে। যে মহুর্তে করোনা মোকাবেলায় সরকারকে কঠোর হওয়ার কথা সে সময় সরকার নমনীয় হয়ে জনজীবনকে মৃত্যুর মিছিলের দিকে ঠেলে দিতে চাইছে।
বক্কর বলেন, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে রাষ্ট্রীয় ব্যবস্থাপনাই করোনা আক্রান্ত হয়ে দেশের নাগরিকদের সাথে ভারসাম্যহীন আচরণ শুরু করেছে। মানুষের বেঁছে থাকা যেখানে অনিশ্চিত ঈদের শপিং এর জন্য মার্কেট খুলে দেওয়ার স্বেচ্ছায় মৃত্যুকে আলিঙ্গন করে নেওয়া। তিনি পোশাক শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত না করে গার্মেন্টস খুলে দেওয়ার মতো আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরে আসতে সরকারের প্রতি দবি জানান, সে সাথে সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় শপিংমল সহ গণপরিবহন আরো কিছুদিন বন্ধরাখার জোর দাবি জানান।
তিনি আজ মঙ্গলবার (০৫ মে ) নগরীর এনায়েত বাজার বাটালী রোড়স্থ নিজ বাসভবন থেকে লকডাউনে থাকা নগরীর কর্মহীন, গরীব অসহায় মানুষের জন্য ত্রাণ সমগ্রী হস্তান্তর কালে উপরোক্ত বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন এনায়েত বাজার ওয়ার্ড বিএনপির সভাপতি আলী আব্বাস খাঁন, সাধারণ সম্পাদক জাহেদ উল্লাহ রাশেদ , নগর যুবদলের সহ সভাপতি ইকবাল হোসেন সংগ্রাম, সহ সাধারণ সম্পদক মো: নওশাদ, আলকরণ ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি হাজী মো: ইদ্রিস প্রমূখ। নিউজটি শেয়ার করুন।