চট্টগ্রামে করোনা আক্রান্ত নারীর মৃত্যু

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে করোনা আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে।

আমার বাংলা টিভি ডেস্কঃ চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ১৮ বছর বয়সী করোনা আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ওই নারী মৃত্যুবরণ করেন বলে জানিয়েছেন জেনারেল হাসপাতালে মেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব।

তিনি বলেন, করোনা আক্রান্ত হয়ে গত ২০ মে জেনারেল হাসপাতালে ভর্তি হন ওই নারী। পরে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে রাখা হয়। সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। যদিও আগে থেকেই তিনি কিডনি রোগে ভুগছিলেন। শেয়ার করুন।