চট্টগ্রামে আরও ২০৮ জনের করোনা শনাক্ত।
আমার বাংলা টিভি ডেস্ক : চট্টগ্রামে আরও ২০৮ জনের শরীরে করোনাভাইরাসের নমুনা শনাক্ত হয়েছে। এই নিয়ে চট্টগ্রাম জেলায় করোনা সংক্রমিতের সংখ্যা দাঁড়াল মোট তিন হাজার ১৯৩ জনে।
চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজল রাব্বি জানান, সোমবার ফৌজদারহাটের বিআইটিআইডি, চমেক, সিভাসু ও কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ৬৩১টি নমুনা পরীক্ষা করে করোনা পজিটিভ পাওয়া গেছে ২০৮ জনের।
এদের মধ্যে নগরীর ১৪২ জন, উপজেলার ৬৩ এবং আরও তিনজন পজিটিভ রোগী শনাক্ত হয়েছে যাদের ঠিকানা পাওয়া যায়নি।
তিনি আরও জানান, বিআইটিআইডির ল্যাবে সোমবার নমুনা পরীক্ষা করা হয় ২১২টি। এতে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ৪৭ জনের। যাদের মধ্যে নগরী ৩৮ জন এবং বিভিন্ন উপজেলার রয়েছেন নয়জন করোনা সংক্রমিত হয়েছে।
চমেকের ল্যাবে করা ২৬১ নমুনা পরীক্ষায় পজিটিভ পাওয়া গেছে ১০১ জনের। এদের মধ্যে ৯৬ জন নগরীর এবং এর মধ্যে উপজেলার রয়েছে পাঁচজন।
চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সাইয়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবে ১৫৩ জনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ পাওয়া গেছে ৫৮ জনের। এর মধ্যে নগরী আটজন এবং বিভিন্ন উপজেলার আছে ৪৭জন।
এছাড়া এ ল্যাবে শনাক্ত হওয়ায় আরও তিনজন রোগীর কোনো ঠিকানা পাওয়া যায়নি।
কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের নমুনা পরীক্ষা হয়েছে পাঁচটি এবং পজিটিভ পাওয়া গেছে উপজেলার দুইজনের। শেয়ার করুন।