চট্টগ্রামে আরও ১১ জন করোনায় আক্রান্ত, ৩ জন মৃত

চট্টগ্রামে আরও ১১ জন করোনায় আক্রান্ত, ৩ জন মৃত। 

আমার বাংলা টিভি ডেস্কঃ চট্টগ্রামে নতুন করে আরও ১১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদের তিন জনের মৃত্যুর পর জানতে পারলে তাদের করোনা আক্রান্তের কথা। চট্টগ্রাম বিআইটিআইডি তে ১৯০ জনের নমুনা পরীক্ষা করে ১২ জনের করোনা পজিটিভ আসে। এদের মধ্যে ১১ জন চট্টগ্রাম জেলার এবং একজন ভিন্ন জেলার বাসিন্দা।

বুধবার (৬ মে) নিয়মিত করোনা আপডেটে সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী এসব তথ্য জানান।

চট্টগ্রামে পজিটিভ ১১ জনের মধ্যে সাতকানিয়ায় ১ জন, সীতাকুণ্ডে ১ জন, ফকিরহাট( ফৌজদারহাট) ১ জন, চান্দগাও ১ জন( মৃত), সিএমসিএইচ( CMCH) (ঝালকাঠির ঠিকানায়) ১ জন( মৃত), রাহাত্তারপুলে ১ জন (মৃত), দামপাড়ায় ২ জন, সাগরিকা ১ জন,নাসিরাবাদে ১ জন এবং বহদ্দারহাটে ১ জন। এ নিয়ে চট্টগ্রামে মোট করেনায় আক্রান্ত ১৩৫ জন।