চট্টগ্রামে আইসোলেশনে থাকা একদিনে ৫ জনের মৃত্যু

 

আমার বাংলা টিভি ডেস্কঃ বিগত ২৪ঘন্টায় চট্টগ্রামের দুটি করোনার চিকিৎসা কেন্দ্রের আইসোলেশনে থাকা ৫জনের মৃত্য হয়েছে। মৃতদের মধ্যে জেনারেল হাসপাতালে ৩ জন ও ফৌজদারহাটের বিআইটিআইডি’র আইসোলেশনে ২ জন চিকিৎসাধীন ছিলো। এদের মধ্যে একজনের করোনা পজেটিভ ছিলো। বাকি ৪ জন করোনা উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছিলেন।

রোববার (১৭ মে) রাতে এসব তথ্য পাওয়া যায়।

এবিষয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব মাসুম বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন ৩ রোগী মৃত্যুবরণ করেছেন।এদের মধ্যে নজরুল ইসলাম এবং বজল আহমেদের করোনা উপসর্গ ছিল। হেরু প্রভা বড়ুয়া করোনা পজেটিভ ছিলেন।