চট্টগ্রামে অনলাইন জুয়া প্রতারক চক্রের ৫ জন সক্রিয় সদস্য গ্রেপ্তার
আমার বাংলা টিভি ডেস্ক : বন্দর নগরী চট্টগ্রামের সিএমপির বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করিয়া খুলশী থানাধীন পশ্চিম খুলশীস্থ জালালাবাদ হাইজিং সোসাইটি এলাকা থেকে অনলাইন জুয়ার প্রতারক চক্রের বাংলাদেশের মূলহুতাসহ ৫ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ।
গ্রেফতারকৃত আসামীরা হলেন- ১। মোঃ শাখাওয়াত হোসেন প্রকাশ শাওন (২০), পিতা-মৃত মোঃ নিজাম উদ্দিন, সাং- বিজয়গড়া, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা, বর্তমানে- পশ্চিম খুলশী, থানা-খুলশী, জেলা-চট্টগ্রাম, ২। মোঃ মনির আহমদ (৪০), পিতা-মৃত হাজী ছিদ্দিক আহামদ, সাং- নয়াপাড়া, থানা-রাউজান, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-হামজারবাগ, থানা-পাঁচলাইশ, জেলা-চট্টগ্রাম, ৩। মোঃ আরিফ উদ্দিন (৪০), পিতা-মৃত মাহফুজুর রহমান, সাং- পশ্চিম ইলশা, থানা-বাঁশখালী, জেলা-চট্টগ্রাম, বর্তমানে- ১ কিলোমিটার, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, ৪। ফয়সাল খাঁন (৩২), পিতা-হানিফ খাঁন, সাং-বিশ্বকলোনী, থানা-আকবরশাঁহ, জেলা-চট্টগ্রাম, ৫। মোঃ জাবেদ মিয়া (৪০), পিতা-মৃত মোঃ হাবিবুল্লাহ মিয়া, সাং- উত্তর নালা পাড়া, থানা-সদরঘাট, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-লেইন ১৪, রোড-০২, ব্লক-বি, থানা-হালিশহর, জেলা-চট্টগ্রাম।
অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) জনাব শ্যামল কুমার নাথ এর সার্বিক তত্ত্বাবধানে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মুহাম্মদ আলী হোসেন এর সার্বিক নেতৃত্বে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) জনাব আসিফ মহিউদ্দীন এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক মোঃ আজিজ আহমেদ ও মোঃ হাসান ইমাম এর সমন্বয়ে বিশেষ টিম ৩ এর সদস্যগন গোপন সংবাদের ভিত্তিতে ২১/০৭/২০২০খ্রিঃ তারিখ হইতে ২২/০৭/২০২০ খ্রিঃ তারিখ পর্যন্ত সিএমপির বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বাইনানি ডট কম, বাইনানি টুয়ান্টি ফোর ডট কম নামক ওয়েবসাইট এবং বাইনানিস, প্রোফি আইকিউ, বাইনানি গো এপস ব্যবহার করে সাধারণ জনগণ এবং উঠতি বয়সের ছেলে মেয়েদের টাকা ”অনলাইন জুয়া” র মাধ্যমে প্রতারণা করে আত্মসাৎকারী চক্রের ৫ (পাচঁ) জন সক্রিয় সদস্য। তারা হলেন- মোঃ শাখাওয়াত হোসেন প্রকাশ শাওন (২০), মোঃ মনির আহমদ (৪০), মোঃ আরিফ উদ্দিন (৪০), ফয়সাল খাঁন (৩২), মোঃ জাবেদ মিয়া (৪০) দের ০১ টি প্রাইভেটকার, ০৩ টি বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ, ০৫ টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন, ১৮ টি বিভিন্ন কোম্পানীর মোবাইল সিম, প্রতারণার কাজে ব্যবহৃত ০১ টি এইট পোর্ট মডেম, ০২ টি ব্যাংকের চেক বই, নগদ ২,২২,৫০০/= (দুই লক্ষ বাইশ হাজার পাচঁশত টাকা) সহ গ্রেফতার করেন। amarbangla.tv
অত্র মামলার ১ নং আসামী মোঃ শাখাওয়াত হোসেন প্রকাশ শাওনকে (২০) জিজ্ঞাসাবাদে জানা যায় সোশ্যাল অ্যাপস “টেলিগ্রাম’’ এর বাইনানি গ্রুপে যুক্ত করে অজ্ঞাত ব্যাক্তি তাকে বাইনানি ডট কমনামক ওয়েবসাইটে কাজ করার জন্য অফার করে। সে তাদের সাথে যুক্ত হয়ে সোশ্যাল মিডিয়া ফেসবুক ও ইউটিউব চ্যানেলে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে বাইনানি ডট কম, বাইনানি টুয়ান্টি ফোর ডট কম নামক ওয়েবসাইট এবং বাইনানিস, প্রোফি আইকিউ, বাইনানি গো এপস ব্যবহার করে সাধারণ জনগণ এবং উঠতি বয়সের ছেলে মেয়েদেরকে ”অনলাইন জুয়া” খেলার জন্য আকৃষ্ট করে। জুয়া খেলার জন্য তারা বিভিন্ন বিকাশ/রকেট/নগদ নাম্বার ব্যবহার করে।
উক্ত বাইনানি ডট কম ওয়েবসাইটে লেনদেন করার জন্য ১নং আসামী বিকাশ/রকেট/নগদ এজেন্ট নাম্বার প্রয়োজন হলে সে বিভিন্ন এজেন্ট/ডিস্ট্রিবিউশন হাউজের এস.আর/সুপারভাইজার দের নিকট হতে টাকার বিনিময়ে অবৈধ পন্থায় বিভিন্ন সময়ে অন্যের নামে রেজিষ্ট্রেশন করা বিকাশ/নগদ/রকেট সীম সংগ্রহ করে। উক্ত বিকাশ/নগদ/রকেট নাম্বারগুলো ব্যবহার করে সে সাধারণ জনগণ এবং উঠতি বয়সের ছেলে মেয়েদের টাকা সংগ্রহ পূর্বক ডলারে কনভার্ট করে অজ্ঞাতনামা সহযোগীর মাধ্যমে বিটকয়েন এ রূপান্তর করে ইউক্রেনে আর্ট স্ট্রং নামক ব্যক্তির নিকট প্রেরণ করে আসছে বলে জানায়। শেয়ার করুন।