চট্টগ্রামের মানুষের জন্য ভালোবাসার থলে

চট্টগ্রামের মানুষের জন্য ভালোবাসার থলে উপহার দিচ্ছেন ২০০৫ সালে যোগদানকৃত কর্মরতরা

আমার বাংলা টিভি ডেস্কঃ বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রকোপের এই সময়ে সতর্কতা অবলম্বন করে নাগরিকদের ঘরে থাকার কারণে কর্মহীন হয়ে পড়া মানুষের জন্য,চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ে ২০০৫ সালে যোগদানকৃত কর্মরতদের উদ্যোগে ১৫০ পরিবারের জন্য দেওয়া হয়েছে ভালোবাসার থলে নামের খাবার সামগ্রী।

বুধবার বিকালে জেলা প্রশাসন কার্যালয়ে জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেনের পক্ষে খাদ্য সমাগ্রীগুলো অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামাল হোসেনের কাছে হস্তান্তর করা হয়।

করোনাভাইরাস প্রকোপের এই সময়ে নানা শ্রেণী পেশার অসহায় মানুষের কাছে চট্টগ্রাম জেলা প্রশাসন এসব খাদ্য সামগ্রী বিতরণ করবে। ভালবাসার প্রতিটি থলেতে চাল, ডাল, তেল, সাবানসহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী দেওয়া হয়।

খাবার হস্তান্তরকালে উপস্থিত ছিলেন জেলা প্রশাসন কার্যালয়ে কর্মরত ২০০৫ ব্যাচের মুখপাত্র নিউটন বড়ুয়া, জেলা নাজির মুহাম্মদ জামাল উদ্দিন, জেলা প্রশাসনে কর্মরত সাদেক উল্ল্যাহ্, সৈয়দ মুহা. এরশাদ, নয়ন বড়ুয়া ও কমল আচার্য্য প্রমুখ।

জেলা নাজির মুহাম্মদ জামাল উদ্দিন আমার বাংলা টিভিকে বলেন, আমাদের ব্যক্তিগত উদ্যোগে কর্মহীন, হতদরিদ্র, মধ্যবিত্ত ও অসহায় হয়ে পড়া পরিবারের পাশে থাকার চেষ্টা করেছি। প্রাথমিকভাবে ১৫০টি পরিবারের জন্য ভালবাসার থলে নামে খাবার দেওয়া হয়েছে এবং আমাদের এই কর্যক্রম চলমান থাকবে বলে জানান।

তিনি আরো বলেন সরকারের নির্দেশ মনে চলে দেশের এই পরিস্থিতিতে সমাজের সকল বিত্তশালীদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন তিনি মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে সাহায্য কামনা করতে, নগরবাসীর প্রতি অনুরোধ জানান।